১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

ঢাবিতে ছাত্রদলের শোডাউন

- ছবি : নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল ও শোডাউন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় মধুর ক্যান্টিনে যায় ছাত্রদলের নেতাকর্মীরা। পরে মধুর ক্যান্টিন থেকে ভিসির বাসা হয়ে টিএসসি পর্যন্ত শোডাউন করে ছাত্রদল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার পর মধুর ক্যান্টিনে যান ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের জন্য নির্ধারিত চেয়ার ও টেবিলে বসেন তারা। বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।

আজ ছাত্রদলের শোডাউনে ষষ্ঠ কাউন্সিলের সভাপতি প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ঢাকা বিশ্বিবিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার, ছাত্রদল নেতা জাকিরুল ইসলাম জাকির, হাফিজুর রহমান, লিংকন, পার্থ, আমিনুর রহমান আমিন, তাহের, রুম্মন, জুয়েল, হাসানসহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement