শাহজালাল-শাহ পরাণের মাজার জিয়ারত করলেন বিএনপি নেতারা
- অনলাইন প্রতিবেদক
- ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২৫, আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৮
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে বিএনপির মহাসমাবেশের আগে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতৃবৃন্দ হজরত শাহজালাল ও হজরত শাহ পরাণের মাজার জিয়ারত করেছেন।
আজ দুপুর ১২টায় বিএনপি নেতৃবৃন্দ শাহজালালের মাজার ও দুপুর ১টায় শাহ পরাণের মাজার জিয়ারত করেন।
এসময় মির্জা ফখরুলের সাথে আরো উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ, মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, আব্দুল হক, বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মো: হেলাল, মজিবুর রহমান, শফিউদ্দিন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান, সিলেট নগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমেদ প্রমুখ।