২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জিয়ার মাজারে ছাত্রদলের পদপ্রত্যাশীদের শোডাউন

জিয়ার মাজারে ছাত্রদলের পদপ্রত্যাশীদের শোডাউন - নয়া দিগন্ত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপিসহ বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। রোববার সকালে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে যেন নেতাকর্মীদের ঢল নেমেছিল। ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন থানার শত শত নেতাকর্মী উপস্থিত হন। বিশেষ করে ছাত্রদলের কেন্দ্রীয় ষষ্ঠ জাতীয় কাউন্সিলকে সামনে রেখে সংগঠনের শীর্ষ পদপ্রত্যাশী নেতারা ব্যাপক শোডাউন দিয়েছেন। বিএনপির হাইকমান্ডের নজর কাড়তেই ছাত্রদলের পদপ্রত্যাশী নেতারা বিপুলসংখ্যক কর্মী অনুসারী নিয়ে শোডাউন দিয়েছেন বলে রোববার সকালে মাজার প্রাঙ্গণে বেশ কয়েকজন ছাত্রদল নেতা এ মন্তব্য করেন।

ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী হাফিজুর রহমান বলেন, তিনি প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে সকালে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে হাজির হন। এরপর বিএনপির নেতৃবৃন্দের সাথে সম্মিলিতিভাবে মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একইসময়ে সভাপতি প্রার্থী সাজিদ হাসান বাবু, মোঃ এরশাদ খান, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আমিনুর রহমান, শাহনেওয়াজ, মোঃ তানজিল হাসান, ইকবাল হোসেন শ্যামলসহ অন্তত ২০ জন পদপ্রত্যাশী নেতা মাজার প্রাঙ্গণে বিপুলসংখ্যক কর্মী ও অনুসারী নিয়ে শোডাউন দেন।

সাধারণ সম্পাদক প্রার্থী আমিনুর রহমান, শাহনেওয়াজ ও তানজিল হাসানসহ আরো কয়েকজন প্রার্থী বলেন, আসন্ন কাউন্সিল ঘিরে ছাত্রদল অতীতের চেয়ে বেশি শক্তিশালী। আশা করি সুষ্ঠু কাউন্সিলের মাধ্যমে সম্মানিত কাউন্সিলরবৃন্দ যোগ্য নেতা নির্বাচন করতে পারবেন। যে নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে জোরদারের পাশাপাশি বাংলাদেশের হৃত গণতন্ত্র পুনরুদ্ধারে সক্ষম হবে। আমরাও এমন নেতৃত্বই চাই।

উল্লেখ্য, ছাত্রদলের ৬ষ্ঠ জাতীয় কেন্দ্রীয় কাউন্সিলের পুনরায় ঘোষিত তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র যাচাই বাছাই প্রক্রিয়া শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এরপর প্রার্থীদের আপত্তি গ্রহণ করা হয় ২৮ আগস্ট। প্রার্থীদের আপিল নিষ্পত্তি করা হয় ২৯ এবং ৩০ আগস্ট। প্রার্থীতা প্রত্যাহার করা যাবে আজ রোববার (১ সেপ্টেম্বর) বিকেল পাঁচটা পর্যন্ত। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২ সেপ্টেম্বর। প্রচারণা চালানো যাবে ৩ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ভোটগ্রহণ করা হবে ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত।


আরো সংবাদ



premium cement