২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঈদের আগেই জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মুক্তি দিন : ডা. শফিকুর রহমান

ঈদের আগেই জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মুক্তি দিন : ডা. শফিকুর রহমান - ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কারাবন্দী সকল নেতা-কর্মীকে আসন্ন ঈদুল আযহার পূর্বেই মুক্তি প্রদান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।

শুক্রবার এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। 

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকার তথাকথিত মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আবদুস সুবহান, নায়েবে আমীর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে দীর্ঘ ৯ বছর যাবৎ কারাগারে আটক রেখেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের পুত্র সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আল আযমী ও জামায়াতে ইসলামীর সাবেক নির্বাহী পরিষদ সদস্য শহীদ মীর কাসেম আলীর পুত্র বাংলাদেশ সুপ্রীম কোর্টের তরুণ আইনজীবী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানকে ২০১৬ সালের আগষ্ট মাসে রাতের অন্ধকারে নিজ নিজ বাসা থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে আটক করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আজ পর্যন্ত তাদের পরিবার-পরিজন জানতে পারেনি তারা কোথায় কী অবস্থায় আছে, সরকারের কাছে বার বার দাবী জানানো সত্ত্বেও সরকার তাদের কোন সন্ধান না দিয়ে রহস্যজনকভাবে নিরবতা পালন করেই যাচ্ছে। অথচ তাদের পরিবার-পরিজন গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে জীবন-যাপন করছেন। তাদের প্রতীক্ষায় তাদের পরিবার-পরিজন এখনো অপেক্ষা করছেন। তাদের ব্যাপারে সরকারের এ ধরনের রহস্যজনক আচরণ সম্পূর্ণ অমানবিক। ঈদুল আযহার পূর্বেই তাদের ফিরিয়ে দিয়ে পরিবার-পরিজনদের সাথে ঈদুল আযহা পালন করার সুযোগ দেয়ার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘এছাড়াও জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরসহ ২০ দলীয় জোটের বহু নেতাকর্মীকে সরকার অন্যায়ভাবে বন্দী করে রেখে কষ্ট দিচ্ছে ও অনেককে গুম করে রাখা হয়েছে। গ্রেফতারকৃত ও গুম হওয়া নেতা-কর্মীদের আত্মীয়-স্বজন, পরিবার-পরিজন গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে বসবাস করছেন। গ্রেফতারকৃত ও গুম হওয়া নেতা-কর্মীদের পরিবারে ঈদের আনন্দের পরিবর্তে বিরাজ করছে বুক ভরা দুঃখ ও বেদনা।’

মাওলানা আব্দুস সুবহান, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, এটিএম আজহারুল ইসলামসহ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির এবং ২০ দলীয় জোটের গ্রেফতারকৃত ও গুম হওয়া সকল নেতা-কর্মী যাতে তাদের পরিবার-পরিজনদের সাথে আসন্ন পবিত্র ঈদুল আযহা উদযাপন করতে পারেন সেজন্য পবিত্র ঈদুল আযহার পূর্বেই গ্রেফতারকৃতদের মুক্তি ও গুম হওয়া নেতা-কর্মীদের তাদের পরিবার-পরিজনদের নিকট ফিরিয়ে দেয়ার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।


আরো সংবাদ



premium cement
রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের বিদায়ী সাক্ষাৎ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৪টি স্বর্ণের বার উদ্ধার স্বামীসহ সাবেক এমপি হেনরীর বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে ৫ হাজার কোটি টাকার দুই ‘মেগা’ প্রকল্প বাতিল পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে ট্রেন যাবে খুলনায়, কাল উদ্বোধন দেশে ফ্যাসিবাদী ষড়যন্ত্র এখনো চলছে : বিএনপি মহাসচিব চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধাকে নাজেহাল করার ঘটনায় জামায়াতের নিন্দা শ্রম সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা পেশ করেছে পোশাক শ্রমিক নেতারা স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা

সকল