যাত্রাবাড়ীতে পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ মে ২০১৯, ১৩:০৭
বকেয়া বেতনের দাবিতে রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করেছে ঢাকার লতিফ বাওয়ানী মিল ও করিম জুট মিলের কয়েক শ’ শ্রমিক। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে সড়ক অবরোধ করেন তারা।
শ্রমিকদের অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যান। ভোগান্তিতে পড়েন যাত্রাবাড়ী সড়কে চলাচলকারী সাধারণ মানুষ। তবে পুলিশের হস্তক্ষেপে সকাল ১০টার দিকে রাস্তা থেকে সরে যান শ্রমিকরা।
সড়ক অবরোধকারী শ্রমিকদের দাবি, আট সপ্তাহের বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা।
যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, যাত্রাবাড়ী মোড়ে অবরোধ করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাড়ি ঢাকায় ঢুকতে পারছিল না। রমজানের প্রথম দিনেই অনাকাঙ্ক্ষিত কারণে যানজট তৈরি হয়। পরে মালিকপক্ষকে ডেকে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের প্রতিশ্রুতি নেয়া হয়েছে। অনেক বুঝিয়ে সরিয়ে দেয়া হয়েছে শ্রমিকদের। এখন যান চলাচল স্বাভাবিক।