স্বাধীনতার চেতনা হচ্ছে বাকস্বাধীনতা : জাফরুল্লাহ চৌধুরী
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ মার্চ ২০১৯, ১৭:৩৬
দেশে উগ্রবাদী দমনের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে বলে মন্তব্য করেছেন গণস্থাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় আহত ও নিহতদের প্রতি শোক ও সংহতি সভায় তিনি এ কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী আরো বলেন, প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে একটি চরে পাঠানোর নামে সরকার যদি কোন উদ্যোগ নেয় তাহলে কঠিন মূল্য দিতে হবে। সরকার আগুনের উপর বসে আছে বলেও তিনি মন্তব্য করেন।
ডা. জাফরুল্লাহ বলেন, সরকার ইসলামফোবিয়াতে ভুগছে। হিজবুত তাওহীদের এক কেন্দ্রীয় নেতাকে গ্রেফতারের পর ৭/৮ বছর জেল খাটানোর পর এখন বলা হচ্ছে তিনি নাকি নির্দোষ। এটা আবার কেমন কথা! সরকারের যা ইচ্ছা তাই তারা করছে। তিনি বলেন, স্বাধীনতার মূল চেতনাই হচ্ছে কথা বলতে দিতে হবে; কিন্তু সরকার স্বাধীনভাবে কথাও বলতে দিতে চায় না।