২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচন দাবি ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের

নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচন দাবি ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের
নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচন দাবি ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের - সংগৃহীত

বর্তমান সরকার দেশের জনগণের সকল অংশের মতো কৃষক-ক্ষেতমজুর তথা গ্রামীণ জনগোষ্ঠীকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছে বলে অভিযোগ করেছেন কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দ। তারা বলেন, জনগণ ক্ষমতার মালিক একথা সংবিধানে লিখে রাখলেও বাস্তাবে জনগণকে ক্ষমতাহীন করে রাখা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে পুরানা পল্টনস্থ মুক্তিভবনের ৫ম তলায় প্রগতি সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলনে তারা একথা বলেন। এতে লিখিত বক্তব্য পাঠ করে পরিষদের নেতা অধ্যাপক আবদুস সাত্তার।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিপিবি নেতা মোহাম্মদ শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ ও রাজেকুজ্জামান রতন।

এতে তারা বলেন, গত ৩০ ডিসেম্বর জনগণের ভোটাধিকার হরণ করে ভোটাধিকার হরণ করে ভোট ডাকাতির মাধ্যমে এক প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত করে বর্তমান সরকার ক্ষমতা আবারো দখলে নিয়েছে। গ্রামীণ জীবনের সাথে যুক্ত সংখ্যাগরিষ্ঠ কৃষক ক্ষেতমজুর ভূমিহীন চাষীদের গণতন্ত্র ও ভোটাধিকার থেকে বঞ্চিত রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। আর এজন্য বর্তমানে কৃষক-কুলি-ক্ষেতমজুরদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ভোটাধিকার ও ভাত-কাপড়ের সংগ্রামকে জোরদার করতে হবে।

নেতৃবৃন্দ এজন্য তাদেরকে দেশ বাঁচাতে ঐক্যবদ্ধ হতে আহবান জানান। তারা নজিরবিহীন ভোট ডাকাতির নির্বাচন বাতিল করে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচন দেয়ার দাবি জানান।

এসব দাবিতে সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ দাবি পক্ষ পালনের কর্মসূচি দিয়েছেন তারা। দাবির পক্ষে জেলা, উপজেলায়, হাটসভা, পথসভা, মিছিল অনুষ্ঠিত হবে। এবং শেষ দিনে ৯ মার্চ সারা দেশে জেলাপ্রশাসক ও উপজেলা নির্বাচনী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

অপরদিকে এসব দাবিতে ১০ এপ্রিল ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষক-ক্ষেতমজুর সমাবেশ হবে।


আরো সংবাদ



premium cement
সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া! প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা

সকল