নির্বাচন বিষয়ক এজেন্ডা থাকলেই সংলাপে যাওয়ার সিদ্ধান্ত : মির্জা ফখরুল
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ জানুয়ারি ২০১৯, ১৩:৩৬, আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯, ১৭:৫৪
নির্বাচন বিষয়ক এজেন্ডা থাকলেই প্রধানমন্ত্রীর সাথে সংলাপে অংশ নেবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে সিলেটে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান মির্জা ফখরুল।
৩০ ডিসেম্বর ভোটের দিন সিলেটের বালাগঞ্জ উপজেলায় নির্বাচনী সহিংসতায় নিহত ছাত্রদল নেতা সায়েমের পরিবাবের খোঁজখবর নিতে সিলেটে গেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
উল্লেখ্য, গতকাল রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারো সংলাপে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওবায়দুল কাদের আরো বলেন, ‘যাদের সঙ্গে আলোচনা হয়েছিলো খুব শিগগিরই তাদেরকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রী। তারা যদি গণভবনে আসেন তাহলে তো সামনা-সামনি তাদের আমরা অনুরোধও করতে পারি সংসদে আসার জন্য।’
এছাড়া ড. কামাল হোসেনও সংলাপে কী নিয়ে আলোচনা হবে এ বিষযে সরকারের কাছে জানতে চাইবেন বলে জানিয়েছেন।
বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে ড. কামাল বলেন, ‘প্রধানমন্ত্রী সবাইকে ডাকবেন সংলাপে, একটু তো ইঙ্গিত থাকবে কী কী বিষয় নিয়ে এই সংলাপ। যদি সেটা আমাদের কাছে বিবেচনাযোগ্য হয়, তখন আমরা কমিটিতে সিদ্ধান্ত নেব এব্যাপারে।’
প্রধানমন্ত্রীর কাছ থেকে সংলাপের আমন্ত্রণ এলে তাতে সাড়া দেবেন কীনা, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নীতিগতভাবে আমি একে একটি ইতিবাচক পদক্ষেপ বলে বিবেচনা করবো। কিন্তু সেটা জানতে হবে কী প্রেক্ষাপটে এটার আয়োজন করা হচ্ছে, কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা