২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সরকার অর্থনৈতিক কূটনীতিতে গুরুত্ব দেবে : পররাষ্ট্রমন্ত্রী মোমেন

সরকার অর্থনৈতিক কূটনীতিতে গুরুত্ব দেবে : পররাষ্ট্রমন্ত্রী মোমেন - সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, আঞ্চলিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি নতুন সরকার আগামী দিনে অর্থনৈতিক কূটনীতির ওপর গুরুত্ব দেবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর মঙ্গলবার মন্ত্রী হিসাবে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান। আবদুল মোমেন বলেন, বন্ধুরাষ্ট্রসহ সবার সক্রিয় অংশীদারিত্ব, সহযোগিতা ও সমর্থন আমাদের প্রয়োজন। দরকার নতুন উদ্যোগ।

অন্যদিকে দ্বিতীয় মেয়াদে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে শাহরিয়ার আলম বলেছেন, রোহিঙ্গা সঙ্কটসহ অনিষ্পন্ন ইস্যুগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়া অব্যাহত রাখবে সরকার। অনিষ্পন্ন সব ইস্যুই আমাদের অগ্রাধিকারে থাকবে। অর্থনৈতিক কূটনীতিতে বিশেষ গুরুত্ব দেয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে পশ্চিমা দেশগুলোর বিবৃতিতে আমরা চিন্তিত নই। তাদের সাথে বোঝাবুঝি ও তথ্যের ঘাটতির কারণে এমন বিবৃতি এসেছে। ভবিষ্যতে এসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সম্মত তালিকার ভিত্তিতে রোহিঙ্গা প্রত্যাবাসন শিগগির শুরু হবে বলে আশা প্রকাশ করে শাহরিয়ার আলম বলেন, ২০১৭ আগস্ট মাস থেকেই আমরা রোহিঙ্গা সঙ্কট নিয়ে ব্যস্ত ছিলাম। রোহিঙ্গা প্রত্যাবাসন চূড়ান্ত হওয়ার পর থেমে গেছে - এটা অস্বীকার করার উপায় নেই। এরপর নির্বাচন এসে পড়ায় তিন-চার সপ্তাহ এ ইস্যুতে তেমন অগ্রগতি হয়নি। এটি নিয়ে আবারো কাজ শুরু করবো।

প্রতিমন্ত্রী বলেন, সরকার আইনের শাসনে বিশ্বাসী। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করার প্রচেষ্টা অব্যাহত রাখা হবে।


আরো সংবাদ



premium cement
পেশাদার ও দক্ষ বাংলাদেশী নিয়োগের আগ্রহী লিবিয়া কুড়িগ্রামে সূর্য উঁকি দিলেও মিলছে না উষ্ণতা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত বাশারকে আশ্রয় দিলেও সব সম্পদ জব্দ করেছে রাশিয়া মণিপুরে হু হু করে ঢুকছে মিয়ানমারের পাচার হওয়া অস্ত্র! রিজওয়ানের নেতৃত্বে ইতিহাস পাকিস্তানের, ঘরের মাঠে ‘প্রথমবার’ চুনকাম দ. আফ্রিকা আজ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন উপদেষ্টা হাসান আরিফ ৪ বিলিয়ন ডলার আত্মসাত : টিউলিপকে জিজ্ঞাসাবাদ নিজের বিমানে ‘ঘুমিয়ে’ পড়েছিলেন বাইডেন! আড়ি পাতায় যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত পেগাসাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ দুবাইয়ে

সকল