১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

আমের লোভে উঁচু দেয়াল টপকালো হাতি!

দেয়াল টপকাচ্ছে হাতি - সংগৃহীত

চোখের সামনে ঝুলছিল আম। তা দেখে লোভ হলো এক হাতির। হওয়াটাই স্বাভাবিক। কতক্ষণ আর নিজেকে সামলে রাখা যায়? কিন্তু আম খেতে হলে উঁচু দেয়াল টপকাতে হবে। এক পর্যায়ে সেই দেয়াল টপকে গাছ থেকে আম খেয়ে এলো হাতিটি। মজার এই কাণ্ড দেখে মেতেছেন নেটিজেনরা।

ঘটনাটি জাম্বিয়ার সাউথ লুঙ্গায়া ন্যাশনাল পার্কের। সেই পার্কের ভিতর রয়েছে গেস্ট হাউস, এমফুয়ে লজ। অতিথিরা যখন সাফারিতে যাবেন বলে প্রস্তুত হচ্ছেন, তখন গেস্ট হাউসের জেনারেল ম্যানেজার দেখলেন তাদের গেস্ট হাউসের পাঁচিল টপকানোর চেষ্টা করছে একটি পুরুষ হাতি। তিনি সাথে সাথেই অতিথিদের সাবধান করে দেন।

তারপর গেস্ট হাউসের ভিতর থেকে সবাই দেখলেন হাতিটি কৌশলে পেরিয়ে গেল পাঁচ ফুটের সেই পাঁচিল। তার পর ভিতরে ঢুকে সে সোজা চলে গেল আম গাছের তলায়। আম খেয়ে হাতি চলে গেলো জঙ্গলে।

এই ঘটনা ক্যামেরা বন্দি করেছিলেন ওই গেস্ট হাউসেরই এক কর্মী। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।


আরো সংবাদ



premium cement