০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`

লাদেনের মতো বাগদাদিকেও সমুদ্রে সমাহিত করার দাবি যুক্তরাষ্ট্রের

-

আইএসের প্রধান আবু বকর আল বাগদাদির লাশ সমুদ্রে সমাহিত করেছে বলের দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। তবে কোথায়, কোন সমুদ্রে, কোন এলাকায় তা প্রকাশ করা হয়নি। ২০১১ সালে আল কায়েদার নেতা ওসামা বিন লাদেনের লাশও একই কায়দায় সমুদ্রে সমাহিত করার দাবি করা হয়েছিল।
ওই দিকে তার অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দেয়া সম্পর্কে নতুন তথ্য বেরিয়ে আসছে। বলা হচ্ছে, সিরিয়ার কুর্দিরা ছিলেন এ ক্ষেত্রে গোয়েন্দাদের প্রধান সোর্স। তাদের দেয়া তথ্যের ওপর ভিত্তি করে পাঁচ বছর ধরে ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করা বাগদাদির অবস্থান নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। এ ক্ষেত্রে মার্কিন সেনাবাহিনীর একটি অজ্ঞাতনামা কুকুর বাগদাদিকে ঘেরাওয়ের নায়ক বলে বর্ণনা করা হচ্ছে। কারণ, বাগদাদি সিরিয়ার যে টানেলের ভেতর আত্মগোপন করেছিলেন সেখান পর্যন্ত পৌঁছে গিয়েছিল এই কুকুরটি। বলা হচ্ছে, সেখানে তিন সন্তানসহ আত্মঘাতী হন বাগদাদি। এতে ওই কুকুরটিও আহত হয়।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেছেন, ওই অভিযানে কোনো মার্কিন সেনাসদস্য আহত হননি। অভিযানে দই ব্যক্তিকে আটক করা হয়েছে। আর বাগদাদির লাশ ডিএনএ পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। তার লাশ উদ্ধার করে তা সমাহিত করা হয়েছে। পেন্টাগনের অন্য এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, বাগদাদির লাশ সমুদ্রের মধ্যে সমাহিত করা হয়েছে। তবে কোথায়, কোন সমুদ্রে, কোন এলাকায় তা প্রকাশ করা হয়নি।
ভিডিও প্রকাশ করবেন ট্রাম্প
এ দিকে বাগদাদি হত্যা অভিযানের ভিডিওর একাংশ প্রকাশ করার কথা ভাবছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি অনুযায়ী হোয়াইট হাউজে বসে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রযুক্তিতে ধারণকৃত অভিযানের লাইভ ভিডিও দেখেছেন তিনি, তাকে ‘সিনেমার মতো উপভোগ্য বলেছেন তিনি। ইরাকের পক্ষ থেকেও বাগদাদির বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযানের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তবে সেখানে অভিযানের ঘটনাটি স্পষ্ট হয়নি। গত শনিবার ওই অভিযানের সময় ঘটনার কিছু ভিডিও ধারণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে এর মধ্যে বিমান থেকে তোলা কিছু ফুটেজ এবং বাগদাদির কম্পাউন্ডে চড়াও হওয়া সেনাদের সাথে থাকা ক্যামেরার ফুটেজ আছে।


আরো সংবাদ



premium cement
কোটালীপাড়ায় ইজিবাইকচাপায় শিশু নিহত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংঘর্ষে নিহত ১ কমলো এলপি গ্যাসের দাম পিলখানা হত্যাকাণ্ড পুনরায় তদন্তে কেন কমিশন নয় : হাইকোর্টের রুল জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৩৮ মিলিয়ন ঘনফুট গ্যাস মার্কিন নির্বাচন : কার জয়ে বাংলাদেশের সাথে সম্পর্কে কী প্রভাব পড়বে? পরিচ্ছন্ন বায়ুর অগ্রাধিকার নিশ্চিতে পরিবেশ রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে সরকার : উপদেষ্টা মিরসরাইয়ে বেপরোয়া গাড়ির চাকায় প্রাণ গেল বৃদ্ধের সাংবাদিক মোল্লা জালাল কারাগারে দারিদ্র্যকে দুর্যোগ হিসেবে বিবেচনায় কাজ করছে সরকার : উপদেষ্টা আগ্রাসন চালাতে নয় আগ্রাসী শক্তিকে প্রতিহত করতে ক্ষেপণাস্ত্র বানিয়েছি : ইরান

সকল