১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাঢ় নীলে বদলে যাবে দুনিয়া!

গাঢ় নীলে বদলে যাবে দুনিয়া! - ছবি : সংগৃহীত

সমুদ্রের রং নীল দেখায়। কারণ, সূর্যালোকের সাত রংয়ের মধ্যে পানির অণু নীল রং শোষণ করতে পারে না। কিন্তু পানির মধ্যে ফাইটোপ্ল্যাংটনের উপস্থিতি সেই আচরণের বদল ঘটায়। আর সে কারণে রংয়ের ঘনত্ব বদলে যায়। ফাইটোপ্ল্যাংটন সবুজ রং কম শোষণ করলে পানির রংয়ে সবুজের আধিক্য দেখা যাবে। ফলত, নীল এবং সবুজের মিশ্রণে তা গাঢ় নীল দেখাবে।

সুবিধার জন্য গবেষকরা গবেষণাগারে বিশ্ব উষ্ণায়ন নিয়ে এক কৃত্রিম অবস্থা তৈরি করেন। গ্লোবাল টেম্পারেচার তিন ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে তারা দেখেন, ফাইটোপ্ল্যাংটনগুলি নীল এবং সবুজ রংয়ের তরঙ্গ দৈর্ঘ্য শোষণে বিরূপ প্রভাব দেখাচ্ছে।

নীল হবে গাঢ় নীল। সবুজ হবে আরো সবুজ। এই শতাব্দীর শেষে এভাবেই বদলে যাবে আমাদের বাসযোগ্য পৃথিবীর রং। সেই পরিবর্তন হয়ত আমাদের চোখে ধরা দেবে না। তবে শতাব্দী শেষে মহাকাশ থেকে এই ধরাধামের ছবি তুললে, চির পরিচিত পৃথিবীর রং বদল চমকে দেবে বই কী। এমনটাই জানাচ্ছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষকরা।

বিশ্ব উষ্ণায়ন এবং তার ফলে সমুদ্রে থাকা ফাইটোপ্ল্যাংটনের বাসস্থান বদলকেই এরজন্য দায়ী করেছেন তারা। পৃথিবীর রং নীল-সবুজ হওয়ার পিছনে থাকবে ফাইটোপ্ল্যাংটনের কারসাজি। বিশ্ব উষ্ণায়নের কারণে এদের বাসস্থানের বদল আসবে। তার হাত ধরে বদলাবে পৃথিবীর রং। এমআইটির গবেষক দলের প্রধান স্টিফেন ডাটকিউইচ জানিয়েছেন, ‘একুশ শতকের শেষে সমুদ্রের রংয়ের অন্তত পঞ্চাশ শতাংশে বদল আসবে।’

সমুদ্রের রং নীল থেকে সবুজ হয় ফাইটোপ্ল্যাংটনদের অবস্থানের কারণে। কোন প্রজাতির ফাইটোপ্ল্যাংটন কীভাবে সজ্জিত রয়েছে, তার উপর রং নির্ভর করে। সমুদ্রের রং গাঢ় হওয়ার অর্থ সেখানে ফাইটোপ্ল্যাংটন কম রয়েছে। ফাইটোপ্ল্যাংটনের আধিক্যের কারণে জলকে সবুজ দেখায়। গবেষকরা বলছেন, বিভিন্ন প্রজাতির ফাইটোপ্ল্যাংটন সূর্যের আলো ভিন্ন ভিন্নভাবে শোষণ করে। গবেষকরা জানিয়েছেন, গ্রীষ্ম মণ্ডলীয় অঞ্চলে ফাইটোপ্ল্যাংটন কমে যাওয়ার কারণে গাঢ় রং ধারণ করবে। আর মেরু অঞ্চলগুলো এখন যার রং সবুজ দেখায়, সেগুলো আরো গাঢ় সবুজ হয়ে যাবে। কারণ সেখানকার তাপমাত্রা বাড়ার ফলে বিভিন্ন ধরনের ফাইটোপ্লাংটনের সমাবেশ ঘটবে। নেচার কমিউনিকেশন পত্রিকায় এই গবেষণার খবর প্রকাশিত হয়েছে। তাতে দাবি করা হয়েছে, এখন থেকেই রং পরিবর্তন হতে শুরু করেছে।

সমুদ্রের রং নীল দেখায়। কারণ, সূর্যালোকের সাত রংয়ের মধ্যে পানির অণু নীল রং শোষণ করতে পারে না। কিন্তু পানির মধ্যে ফাইটোপ্ল্যাংটনের উপস্থিতি সেই আচরণের বদল ঘটায়। আর সে কারণে রংয়ের ঘনত্ব বদলে যায়। ফাইটোপ্ল্যাংটন সবুজ রং কম শোষণ করলে পানির রংয়ে সবুজের আধিক্য দেখা যাবে। ফলত, নীল এবং সবুজের মিশ্রণে তা গাঢ় নীল দেখাবে।

সুবিধার জন্য গবেষকরা গবেষণাগারে বিশ্ব উষ্ণায়ন নিয়ে এক কৃত্রিম অবস্থা তৈরি করেন। গ্লোবাল টেম্পারেচার তিন ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে তারা দেখেন, ফাইটোপ্ল্যাংটনগুলি নীল এবং সবুজ রংয়ের তরঙ্গ দৈর্ঘ্য শোষণে বিরূপ প্রভাব দেখাচ্ছে।


আরো সংবাদ



premium cement
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাশিয়ায় উত্তর কোরিয়ার অন্তত ১০০ সেনা নিহত বাংলাদেশের শিক্ষা উন্নয়নে জাপানের অনুদান বাংলাদেশকে ৬৮৫ বিশিষ্ট ভারতীয় নাগরিকের খোলা চিঠি ছাত্র আন্দোলনে হামলাকারী আ’লীগ নেতা মামুন গ্রেফতার টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ : যা বলছে ব্রিটেন বাতিল করা প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার সিদ্ধান্ত সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে দুদকের মামলা গাজায় ইসরাইলি বর্বরতা বন্ধে সম্মিলিত পদক্ষেপের আহ্বান অধ্যাপক ইউনূসের লিগ পর্ব শেষে এনসিএলের প্লে অফে যারা নতুন সভ্যতা গড়তে সামাজিক ব্যবসায় সম্পৃক্ত হওয়ার আহ্বান মুহাম্মদ ইউনূসের

সকল