০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

প্রেমের বিয়ের তিন মাস পরই কলেজছাত্রীর আত্মহনন

-

ময়মনসিংহের গফরগাঁওয়ে ইসরাতুল ইসলাম ঋতু (১৮) নামে এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। পাগলা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের মুখী গ্রামের রফিকুল ইসলাম মাষ্টারের কলেজ পড়ুয়া মেয়ে ইসরাতুল ইসলাম ঋতু বিষপান করে। পরে বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঋতুকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গফরগাঁও সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ঋতুর গত তিন মাস আগে বিয়ে হয়। মশাখালী ইউনিয়নের ভাতুরী গ্রামের আব্দুল কাদিরের ছেলে মো: রোমানের সাথে ঋতুর প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্কের কারণে ঋতুর সাথে রোমানের বিয়ে হয়। এ বিয়ে ঋতুর বাবার পরিবারের লোকজন ভালোভাবে মেনে নিতে পারেনি এবং বিয়ের পর থেকে ঋতুর সাথে তার বাবা-মা ও পরিবারের লোকজন খারাপ ব্যবহার করতো। স্থানীয় লোকজনের ধারণা এ কারণে ঋতু আত্মহত্যা করে থাকতে পারে।

পাগলা থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান খান জানায়, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


আরো সংবাদ



premium cement