ধোবাউড়ায় ওমর ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প উদ্বোধন
- ময়মনসিংহ অফিস ও ধোবাউড়া সংবাদদাতা
- ০৬ নভেম্বর ২০১৯, ১৫:৩১
ময়মনসিংহের ধোবাউড়ায় ওমর ফাউন্ডেশনের উদ্যোগে দারুল উলুম মাদরাসায় ফ্রি চক্ষু ক্যাম্প উদ্বোধন করা হয়।
আজ বুধবার সকালে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো: সালমান ওমর রুবেল।
এ উপলক্ষে মাদরাসা চত্বরে হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি বলেন, ‘ওমর ফাউন্ডেশন একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের মাধ্যমে এ পর্যন্ত প্রায় চার হাজার রোগীর চোখের ছানি অপারেশনসহ চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এছাড়াও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, শীতার্থদের কম্বল বিতরণ, গৃহহীনদের গৃহ নির্মাণসামগ্রী প্রদানসহ আর্তমানবতার সেবা করা হচ্ছে।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল ফজল, সাবেক ইউপি চেয়ারম্যান মো: কছিম উদ্দিন, গামারীতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল শহিদ, প্রভাষক রুকুজ্জামান রুবেল, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম খোকন প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা