২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ময়মনসিংহে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন

‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে’
বক্তব্য রাখছেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া - ছবি : নয়া দিগন্ত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী আইনজীবীদের ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাডভোকেট মো: ফজলুর রহমান।

তিনি বলেন, জাতীয়তাবাদী আইনজীবীদের মধ্যে কোনো গ্রুপিং নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে সকল আইনজীবী ঐক্যবদ্ধ। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এজন্য রাজপথে আন্দোলনের কোনো বিকল্প নেই।

আজ বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির ৩নং হল রুমে সংগঠনের সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যতম নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা সাবেক এমপি অ্যাডভোকেট আফজাল এইচ খান, অ্যাডভোকেট খোরশেদ আলম, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বাদল।

এ সময় ময়মনসিংহ উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট আব্দুল জাব্বার ভূইয়া, অ্যাডভোকেট শহীদুজ্জামান, অ্যাডভোকেট রফিকুল হক তালুকদার, অ্যাডভোকেট মো: নূরুল হক, অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ, ব্যারিস্টার আতিকুর রহমান আতিক, ব্যারিস্টার ফাইয়াজ, অ্যাডভোকেট কে আর খান পাঠান, অ্যাডভোকেট নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই জেলা আইনজীবী সমিতির একই কক্ষে ফোরামের দু’টি পক্ষ পৃথক ভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। এনিয়ে দু’গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি ও হট্টগোলের ঘটনা ঘটলে ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির নেতাদের মধ্যস্থতায় নিরপেক্ষ ভেন্যুতে উদ্বোধনী সভার আয়োজন করা হয়। কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তমতে জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জি এম আনোয়ার হোসেন, প্রফেসর এম এ বারী, অ্যাডভোকেট ফিরোজ উদ্দিন আহম্মেদ ও অ্যাডভোকেট বাঁধন কুমার গোস্বামীকে সদস্য সংগ্রহের দায়িত্ব দেয়া হয়।

অ্যাডভোকেট মো: ফজলুর রহমান জানান, আগামী ১৫ নভেম্বরের মধ্যে দায়িত্বপ্রাপ্ত চারজন সিনিয়র আইনজীবীর মাধ্যমে সদস্য সংগ্রহ অভিযান শেষে ৩০ নভেম্বরের মধ্যে প্রত্যক্ষ ভোটে ময়মনসিংহ জেলা শাখা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটি গঠন করা হবে।


আরো সংবাদ



premium cement
হাসিনাকে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব : সাকি আ’লীগ নেতাদের নিয়ে ’জাগোনারীর’ সমাবেশ, আমন্ত্রণে নেই বিএনপি-জামায়াত জাহাজে ৭ খুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের বিদায়ী সাক্ষাৎ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৪টি স্বর্ণের বার উদ্ধার স্বামীসহ সাবেক এমপি হেনরীর বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে ৫ হাজার কোটি টাকার দুই ‘মেগা’ প্রকল্প বাতিল পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে ট্রেন যাবে খুলনায়, কাল উদ্বোধন দেশে ফ্যাসিবাদী ষড়যন্ত্র এখনো চলছে : বিএনপি মহাসচিব

সকল