প্রক্সি পরীক্ষা দেয়ায় কারাগারে যুবক
- নেত্রকোনা সংবাদদাতা
- ২৫ অক্টোবর ২০১৯, ১৯:০৯
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রক্সি দেয়ার দায়ে আকিকুল ইসলাম (২০) নামে এক তরুণকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্ত আকিকুল ইসলাম পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের ভিকুনীয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বলে জানা যায়।
পূর্বধলার উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম গণমাধ্যমকে জানান, শুক্রবার সকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ/বিএসএস প্রথম বর্ষের পরীক্ষা চলছিল। পূর্বধলা রাবেয়া আলী মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে ইংরেজী পরীক্ষা পরীক্ষায় পরীক্ষার্থী পারভেসুজ্জামানের পরিবর্তে আকিকুল ইসলাম নামে অপর এক তরুণ পরীক্ষায় প্রক্সি দিচ্ছিলো।
খবর পেয়ে ভ্রাম্যামাণ আদালত পরীক্ষা কেন্দ্রে অভিযান চালিয়ে আকিকুল ইসলামকে আটক করে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন এর ৩ (খ) ধারায় তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় আকিকুল ইসলাম অর্থদণ্ডের টাকা পরিশোধ না করায় তাকে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সেখান থেকে ওই ভুয়া পরীক্ষাথীকে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা