২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গফরগাঁওয়ে সড়কে ব্যারিকেড দিয়ে গণডাকাতি

গফরগাঁওয়ে সড়কে ব্যারিকেড দিয়ে গণডাকাতি - প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁও-হোসেনপুর সড়কে গণডাকাতি হয়েছে। মালবাহী ট্রাক, বেশ কয়েকটি সিএনজি ও অটোরিক্সার যাত্রীদের মারধর করে সর্বস্ব লুটে নিয়েছে ডাকাতদল। রোববার ভোরে গফরগাঁও-হোসেনপুর সড়কের পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় নামক স্থানে এ গণডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতির কবলে পড়া যাত্রী ও চালকরা জানায়, দিঘীরপাড় টানপাড়ার শেখ বাড়ি দারুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার সামনে ভোর সাড়ে চারটার দিকে ৭/৮ জনের একদল মুখোশধারী ডাকাত গাছের গুড়ি ফেলে সড়কে ব্যারিকেড দিয়ে গরু ব্যবসায়ীদের একটি ট্রাক আটক করে। এসময় ব্যবসায়ীদের লাখ টাকা ছিনতাই করে ট্রাক চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকটি আড়াআড়িভাবে সড়কের মাঝে রেখে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এরপর একে একে ডাকাতদল আরও বেশ কয়েকটি সিএনজি ও অটোরিক্সার গতিরোধ করে রামদা, চাইনিজ কুড়াল, ছুরি, ডেগার দিয়ে জিম্মি করে ১৫/২০ জন যাত্রীর সর্বস্ব ছিনিয়ে নেয়। এ সময় কয়েকজন মহিলা যাত্রী শ্লীলতাহানির শিকার হয়। একপর্যায়ে যাত্রীদের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতদল সড়কের পাশের ব্রহ্মপুত্র নদ দিয়ে পালিয়ে যায়।

উপজেলার খুরশীদমহল গ্রামের আব্দুল আজিজ জানান, তিনি আন্তঃনগর যমুনা ট্রেন ধরার জন্য গফরগাঁও স্টেশনে যাচ্ছিলেন। চিকিৎসার জন্য সাথে থাকা ২০ হাজার টাকা ডাকাত দল ছিনিয়ে নিয়েছে।

সিএনজি চালক সুমন, আকরাম, জালাল জানায়, গত ৩/৪ মাসে এই স্থানে বেশ কয়েকটি গণডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় এলাকাবাসী জানায়, গত মাসে এই স্থানে পাগলা থানা পুলিশের টহল গাড়িও ডাকাত দলের ব্যারিকেডের মুখে পড়েছিল।

পাগলা থানার ওসি মোঃ শাহিনূজ্জামান খান জানান, বিষয়টি খোঁজ নেয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

দেখুন:

আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল