২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

ভালুকায় কাভার্ডভ্যান চাপায় শিশুর মৃত্যু

- ফাইল ছবি

ময়মনসিংহের ভালুকায় রাস্তা পাড়াপারের সময় কাভার্ডভ্যান চাপায় রাহাত মিয়া (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডষ্টোর বাজার আল মদিনা শপিং কমপ্লেক্সের সামনে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের সবুজ মিয়ার শিশু ছেলে রাহাত মিয়া উল্লেখিত স্থান দিয়ে মহাসড়ক পাড়াপারের সময় ঢাকাগামী কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট ২২-৬৫১০) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এসময় স্থানীয় জনতা প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।


আরো সংবাদ



premium cement