বুলবুলকে গার্ড অব অনার, সর্বসাধারণের শ্রদ্ধা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ জানুয়ারি ২০১৯, ১৩:০৩
সঙ্গীতশিল্পী, সুরকার ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।
আজ বুধবার বেলা পৌনে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার লাশ নিয়ে আসা হয়। বুলবুলের পরিবারের চাওয়া অনুযায়ী বাজানো হয় আহমেদ ইমতিয়াজ বুলবুলের ‘সবক’টা জানালা খুলে দাও না’ গানটি। এরপর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এরপর সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য লাশ শহীদ মিনারের বেদিতে রাখা হয়। ফুল দিয়ে শ্রদ্ধা জানান সঙ্গীত, চলচ্চিত্র অঙ্গনের অনেকে।
গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে আফতাবনগরের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৬৩ বছর বয়সী এ সুরস্রষ্টা।
সর্বসাধারণের শ্রদ্ধা জানানো শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে লাশ নিয়ে যাওয়া হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। সেখানেও জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে আহমেদ ইমতিয়াজ বুলবুলকে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা