২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজীপুরে লুণ্ঠিত ওষুধ তৈরির তিন কোটি টাকার কাঁচামাল উদ্ধার : গ্রেফতার ৫

-

গাজীপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডাকাতি হওয়া ওষুধ তৈরির তিন কোটি টাকার কাঁচামাল গতকাল সোমবার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলোÑ আব্দুস সালাম (৫৩), সগির হাসান শুভ (২২), হাসান (৩৩), বিল্লাল (৪০) ও ওয়াহিদ (৪২)।
কালিয়াকৈর থানার ওসি আলমগীর মজুমদার জানান, গত ১৪ জানুয়ারি রাতে ওষুধ তৈরির ২৬৯ ড্রাম কাঁচামাল নিয়ে একটি কাভার্ডভ্যান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কালিয়াকৈরের সূত্রাপুর বোর্ডঘর এলাকায় স্কয়ারের কারখানায় যাচ্ছিল। অ্যান্টিবায়োাটিক ও মেটফরমিন জাতীয় ওষুধের কাঁচামাল ভর্তি এ ড্রামগুলো সম্প্রতি আমদানি করা হয়। রাত সাড়ে ৯টার দিকে কাভার্ডভ্যানটি কালিয়াকৈরের খাড়াজোড়া এলাকায় পৌঁছলে ১০-১২ জনের সঙ্ঘবদ্ধ একটি ডাকাতদল মাইক্রোবাস ও মোটরসাইকেলে এসে কাভার্ডভ্যানটির গতিরোধ করে। এ সময় তারা অস্ত্রের মুখে চালক ও হেলপারকে জিম্মি করে কাভার্ডভ্যানটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। পরে তারা রাতেই গাড়িটির চালক ও তার সহকারীকে মিরপুর বেড়িবাঁধ এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ পরদিন খালি কাভার্ডভ্যানটি আশুলিয়া এলাকা থেকে উদ্ধার করে। এ ঘটনায় ১৫ জানুয়ারি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ঢাকা ইউনিটের হিউম্যান রিসোর্স নির্বাহী মো: ফরিদুল ইসলাম বাদি হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে সাভার এলাকা থেকে অসালাম ও শুভকে গ্রেফতার করে। এ ছাড়াও পুলিশ ঢাকার মিটফোর্ড এলাকা হতে ওয়াহিদ (৪২) নামের অপর একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে সোমবার গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন উত্তর খাইলকৈর এলাকার সালামের বাড়ির নিচতলার গোডাউন থেকে পুলিশ লুণ্ঠিত ১৯৩ ড্রাম কাঁচামাল উদ্ধার ও বিল্লালকে গ্রেফতার করে। একইদিন পুলিশ ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকার আতাশুর এলাকার রহিমের গোডাউন থেকে লুণ্ঠিত ১৬ ড্রাম কাঁচামাল উদ্ধার ও হাসানকে গ্রেফতার করে।
স্কয়ার ফার্মার হিউম্যান রিসোর্স বিভাগের নির্বাহী মো: ফরিদুল ইসলাম জানান, পুলিশ লুণ্ঠিত ২৬৯ ড্রামের মধ্যে ২০৯ ড্রাম কাঁচামাল উদ্ধার করেছে। উদ্ধারকৃত মালের বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।


আরো সংবাদ



premium cement
প্রাণিসম্পদ অধিদফতরের নতুন ডিজি আবু সুফিয়ান আ’লীগের মতো অপকর্ম করব না, বাংলাদেশ গড়ব : পিন্টু মানবকল্যাণে সম্পৃক্ত থাকলেই স্রষ্টার সন্তুষ্টি অর্জনে সক্ষম হবো : তারেক রহমান নিখোঁজের ৬ দিন পর বিক্রয়কর্মীর লাশ উদ্ধার বেড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত খোকনের লাশ উত্তোলন আসর সেরা আবু হায়দার, ব্যাটে-বলে সবার উপরে নাইম-আলাউদ্দিন বেনাপোল থেকে পদ্মা সেতু হয়ে ট্রেনের যাত্রা শুরু, প্রথম দিনেই শিডিউল বিপর্যয় সিলেটে ২ দিনে সাড়ে ৩ কোটি টাকার চোরাইপণ্য জব্দ কক্সবাজারে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ২ শিশুর মৃত্যু বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁস মামলায় পিএসসির ২ কর্মচারী রিমান্ডে ‘আমার মনি ওই যে গিলো, আর আলো না’

সকল