ট্যারিফ কমিশন (সংশোধন) বিল সংসদীয় কমিটিতে চূড়ান্ত
- সংসদ প্রতিবেদক
- ০৯ জানুয়ারি ২০২০, ০০:০৭
বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) বিল, ২০১৯ চূড়ান্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল কমিটির বৈঠকে বিলটি পর্যালোচনা শেষে ছোটখাটো কিছু সংশোধনী এনে সেটি সংশোধিত আকারে সংসদে রিপোর্ট দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
গত অধিবেশনে বিলটি সংসদে উত্থাপিত হওয়ার পর সেটি পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট দেয়ার জন্য এই সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছিল।
নিয়ম অনুযায়ী কমিটির সভাপতি সংসদের বৈঠকে বিলটির ওপর রিপোর্ট পেশ করবেন। এরপরই সংসদ সচিবালয় বিলটি পাসের উদ্যোগ নেবে।
কমিটির সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন, মোহাম্মদ হাছান ইমাম খান এবং সেলিম আলতাফ জর্জ অংশগ্রহণ করেন।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যানসহ, মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।