২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে ভারতীয় হাইকমিশনের শিল্পকর্ম প্রদর্শনী

-

মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় গান্ধী@ ১৫০ শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। গত মঙ্গলবার এ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন এমপি মির্জা আজম ও এমপি এইচ এম ইব্রাহীম। বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডেপুটি হাইকমিশনার বিশ্বদীপ দে তার বক্তব্যে সবাইকে স্বাগত জানানোর পাশাপাশি বলেন, এ শিল্পকর্মগুলো কেবল দর্শকদের মুগ্ধই করবে না; বরং গান্ধীর সাধারণ ও সত্যের প্রতি নিবেদিত জীবনের কথাও স্মরণ করিয়ে দেবে।
১০ দিনব্যাপী এ প্রদর্শনী চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা ভবনের ৪ নম্বর গ্যালারিতে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement