২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

জাতীয় বস্ত্র দিবস উপলক্ষে পুরস্কার পাচ্ছে ৯ প্রতিষ্ঠান

-

জাতীয় বস্ত্র দিবস উপলক্ষে পাট ও বস্ত্র খাতের উন্নয়ন, উৎকর্ষ সাধন ও রফতানি বৃদ্ধিকে উৎসাহিত করতে ৯টি সংগঠন ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হচ্ছে। আগামী ৯ ও ১১ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিতব্য বহুমুখী জাতীয় বস্ত্রমেলায় এ পুরস্কার প্রদান করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করবেন। জাতীয় বস্ত্র দিবস উদযাপন এবং মেলার বিস্তারিত তুলে ধরে গতকাল সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি বছর ৪ ডিসেম্বর জাতীয় বস্ত্র দিবস উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য ‘বস্ত্র খাতের বিশ্বায়ন-টেকসই উন্নয়ন’।
পুরস্কারের জন্য নির্বাচিত প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশে গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ), বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ), বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিটিএলএমএ), বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স), বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন (বিসিএ) এবং বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ (এনসিসিবি)।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ২০২০-২০২১ অর্থবছরে পোশাক রফতানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ বিলিয়ন ডলার। বস্ত্র শিল্পের উন্নয়ন ও বিকাশে মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধ হওয়া মিলগুলোর মধ্যে ১৬টি পিপিপির (সরকারি- বেসরকারি অংশীদারিত্ব) মাধ্যমে চালু করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে সচিব বলেন, ইতোমধ্যে দু’টি মিলের আধুনিকায়ন ও উৎপাদন শুরু হয়েছে। বাকিগুলো চালু করার বিষয়ে দেশী-বিদেশী প্রতিষ্ঠানের সাথে আলোচনার মাধ্যমে দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে।


আরো সংবাদ



premium cement
লস অ্যাঞ্জেলেসের উত্তরে পাহাড়ি এলাকায় নতুন দাবানল ছড়িয়ে পড়ছে পান্থপথের বহুতল ভবনের আগুন জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি আজ থাইল্যান্ডের ই-ভিসা জটিলতায় বাংলাদেশীরা মানিকগঞ্জে ছাত্রদের উপর প্রকাশ্যে সশস্ত্র হামলার নেতা আব্দুর রাজ্জাক গ্রেফতার নোবিপ্রবিতে বিকন অব ব্রিলিয়্যান্স আয়োজন করছে ছাত্রশিবির জাতীয় স্বার্থের উপর জোর দেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি : রুবিও অভিষেক ঝড়ে পাত্তাই পেল না ইংল্যান্ড শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে রিয়ালের বড় জয় ড. ইউনূস পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ক্রিস্টিন লাগার্ডের সহায়তা চান মার্চের মধ্যে বাংলাদেশ সফর করতে পারেন ফিফা প্রধান

সকল