মহানগর দক্ষিণ আ’লীগের নতুন কমিটিকে নেতাকর্মীদের শুভেচ্ছা
- নিজস্ব প্রতিবেদক
- ০২ ডিসেম্বর ২০১৯, ০০:২৬
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবিরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা। গতকাল সকাল থেকেই সভাপতি ও সাধারণ সম্পাদকের পৃথক বাসভবনে নেতাকর্মীরা শুভেচ্ছা জানাতে ভিড় করেন।
বিকেলে প্রায় শতাধিক নেতাকর্মীকে সাথে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতির ওয়ারী বাসভবন এবং সাধারণ সম্পাদকের লালবাগের বাসভবনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু। এ সময় উপস্থিত ছিলেন ওয়ারী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মইনুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুকন উদ্দিন ও সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ, ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ বিন বকরসহ স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত শনিবার মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা