দুই স্ত্রীসহ আনোয়ারুলের সম্পদের হিসাব তলব
- নিজস্ব প্রতিবেদক
- ০২ ডিসেম্বর ২০১৯, ০০:২৬
অবৈধ সম্পদের সত্যতা পাওয়ায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক ও তার দুই স্ত্রীর সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুই স্ত্রী হলেন মাহমুদা হক ও সুলেখা বেগম। পৃথক নোটিশ পাঠিয়ে তাদের সম্পদের হিসাব চাওয়া হয়েছে। রোববার সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা নোটিশে আগামী ২১ কার্যদিবসের মধ্যে তাদেরকে সম্পদ বিবরণী জমা দিতে বলা হয়েছে। দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
চিঠির সূত্রে জানা যায়, দুদকের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে স্থির বিশ্বাস জন্মেছে উল্লেখ করে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হককে পাঠানো নোটিশে বলা হয়, ‘আপনি এ বি এম আনোয়ারুল হক, সাবেক সংসদ সদস্য, মানিকগঞ্জ-১, আপনার জ্ঞাত আয়ের বহির্ভূত স্বনামে/বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন।’
দুদক আইন ২০০৪ এর ২৬ এর উপধারা (১) এর ক্ষমতাবলে পাঠানো নোটিশে আরো বলা হয়, ‘আপনার নিজের, আপনার নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অবস্থাবর সম্পত্তি, দায়দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী অত্র আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে প্রেরিত ছকে নিম্নস্বাক্ষরকারীর বরাবরে দাখিল করতে নির্দেশ দেওয়া যাচ্ছে।’
নোটিশের সাথে সম্পদ বিবরণী দাখিলের ফরম যুক্ত করা হয়েছে উল্লেখ করে নোটিশে বলা হয়, ‘নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে বা মিথ্যা বিবরণী দাখিল করলে দুদক আইনের ২৬(২) ধারায় ব্যবস্থা নেওয়া হবে।’ তার দুই স্ত্রী মাহমুদা হক ও সুলেখা বেগমকে পাঠানো নোটিশেও একই সময়ে সম্পদের হিসাব জমা দিতে বলা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা