২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও ডায়াবেটিস পরীক্ষা

-

গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড, লায়ন্স ক্লাব ও কোয়ান্টাম ফাউন্ডেশনের যৌথ উদ্যেগে গতকাল স্বেচ্ছায় রক্তদান, ডায়াবেটিস পরীক্ষা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। রাজধানীর পুরানা পল্টনের আল রাজী কমপ্লেক্সের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ফিতা কেটে কার্যক্রমের উদ্বোধন করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য বোরহান উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান ও লায়ন্স ক্লাব অব ঢাকা সেন্ট্রাল ইস্ট জেলা ৩১৫ বি ২-এর প্রেসিডেন্ট সাঈদ আহমেদ। আরো উপস্থিত ছিলেনÑ গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালক সৈয়দ বদরুল আলম, আব্দুল খালেক, মো: মনিরুল ইসলাম, হারুনুর রশীদ, সাবেক চেয়ারম্যান নাসিরউদ্দিন চৌধুরী, সাবেক উপদেষ্টা মো: সেলিম, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: মোশারফ হোসেন, সিনিয়র কনসালট্যান্ট এ বি এম নুরুল হক, কোম্পানি সচিব মো: ওমর ফারুক প্রমুখ। উদ্বোধন শেষে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানের প্রধান অতিথি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য বোরহান উদ্দিন আহমেদ বলেন, ইন্স্যুরেন্স সেক্টরে দীর্ঘ দিন দুর্নীতি, অনিয়ম হয়ে আসছিল। এগুলো বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। এতে সরকারের বিপুল রাজস্ব বৃদ্ধি পাচ্ছে।
বিশেষ অতিথি সাঈদ আহমেদ বলেন, গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড নিয়মিত কার্যক্রমের পাশাপাশি মানবসেবার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।


আরো সংবাদ



premium cement