জাতীয় পার্টিকে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : জি এম কাদের
- ২৪ নভেম্বর ২০১৯, ০০:০১
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। তারা চায় জাতীয় পার্টি আরো শক্তিশালী হয়ে দেশের দায়িত্ব নিক। কারণ, জাতীয় পার্টি একটি সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। এজন্যই দলকে আরো শক্তিশালী করে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
গতকাল দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে জি এম কাদের এ কথা বলেন।
বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, নাসরিন জাহান রতনা এমপি, জেলা প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়া, অ্যাডভোকেট এ কে এম মর্তুজা আবেদীন, সেকেন্দার আলী মুকুল, রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, কেফায়েত উল্লাহ নজির, মোয়াজ্জিম হোসেন আজিম গোলজার, নুরুন্নবী শাওন, অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু, আলহাজ মুজিবুর রহমান, শফিকুল আজম মুকুল, ডা: সেলিমা খান ও মিজানুর রহমান।
প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, আলহাজ মিজানুর রহমান, যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান, যুগ্ম সাংগঠনিক গোলাম মোস্তফা, সম্পাদক সুমন আশরাফ, হাফেজ কারী ইসারুহুল্লাহ আসিফ, মিজানুর রহমান মিরু, ঝুটন দত্ত, জাহাঙ্গীর আলম হাওলাদার, দীন ইসলাম শেখ, আব্দুস সালাম লিটন।
এ দিকে গতকাল শনিবার মো: নজরুল ইসলামকে আহ্বায়ক ও মো: শফিকুল আলম চৌধুরীকে সদস্যসচিব করে চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টির ২৩ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাজ্জাদ রশীদ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। বিজ্ঞপ্তি।