২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ঐক্যফ্রন্টের গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি

গুণ্ডামি দিয়ে সরকার টিকতে পারবে না : আ স ম রব

-

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ‘রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর’ কর্মসূচি শুরু করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঐক্যফ্রন্টের শরিক জেএসডি সভাপতি আ স ম আবদুর রব লাল কালিতে স্বাক্ষর করে কর্মসূচির সূচনা করেন। এরপর গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, সাধারণ সম্পাদক রেজা কিবরিয়াও একটি বড় পলিথিন সিটে স্বাক্ষর করেন। এই স্বাক্ষর কর্মসূচিতে গণফোরামের আমসা আমিন, মহসিন রশিদ, বিকল্পধারার অধ্যাপক নূরুল আমিন ব্যাপারী, শাহ আহমেদ বাদলসহ ঐক্যফ্রন্টের নেতারা উপস্থিত ছিলেন।এ সময় আ স ম আবদুর রব বলেন, আবরার হত্যার এখনো বিচার শুরু হয়নি। গত মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকদেরকে অত্যাচার-নির্যাতন করা হয়েছে, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া হয়েছে। রাজশাহী পলিটেকনিক কলেজের অধ্যক্ষকে ছাত্রলীগের গুণ্ডারা পুকুরে ফেলে দিয়েছে। ছাত্রলীগের গুণ্ডামি বন্ধ করতে হবে। এটা এখন ছাত্রলীগ নাই, গুণ্ডা লীগে পরিণত হয়েছে, টর্চার লীগে পরিণত হয়েছে, হাতুড়ি লীগে পরিণত হয়েছে।
এই সরকার জনগণের অধিকার ও স্বাধীনতা হরণ করেছে। তবে গুণ্ডামি দিয়ে এই সরকার টিকে থাকতে পারবে না।
তিনি বলেন, সারা বাংলাদেশের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-মাদরাসাসহ জেলা-উপজেলা সব স্তরের মানুষের কাছ থেকে এই স্বাক্ষর সংগ্রহ করে আমরা ঢাকার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখ লাখ মানুষের স্বাক্ষরসংবলিত প্রতিবাদ জমা দেবো। প্রত্যেকটা দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার অফিসেও এই স্বাক্ষরের কপি আমরা জমা দেবো। সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, লেবাননে গণ-আন্দোলনে সরকারকে বিদায় নিতে হয়েছে। এই সরকারকেও গণ-আন্দোলনে বিদায় নিতে হবে। রব জানান, ফ্রন্টের নেতা ড. কামাল হোসেন অসুস্থ থাকায় মতিঝিলে নিজের চেম্বারে বসে এই কর্মসূচিতে নিজে স্বাক্ষর করেছেন।
গণফোরামের ড. রেজা কিবরিয়া বলেন, এটা নেতাদের স্বাক্ষর অভিযান নয়। এটা জনগণের অভিযান। তার বাবা আওয়ামী লীগের নেতা সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াকে হত্যার পর বাবা হত্যার বিচারের জন্য এ ধরনের কর্মসূচি পালনের কথা জানিয়ে তিনি বলেন, ১৬ ডিসেম্বরের মধ্যে কর্মসূচি শেষ করে সবাইকে স্বাক্ষর করা কাপড়গুলো পাঠাতে হবে। বছরের শেষে একদিন তারা জাতীয় সংসদ ভবনের সামনে তা প্রদর্শন করবেন।


আরো সংবাদ



premium cement