কেউ চেষ্টা করেও সম্প্রীতি নষ্ট করতে পারবে না : ইঞ্জিনিয়ার ইশরাক
- ০৯ অক্টোবর ২০১৯, ০০:০৩
বিএনপি ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষ সুদীর্ঘকাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছে। কেউ চেষ্টা করলেও এ সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না। তিনি বলেন, বিএনপি অতীতের মতো আগামী দিনেও হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসবসহ সব আচার-অনুষ্ঠানে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। বিএনপি নেতা গত সোমবার রাতে পুরান ঢাকার সূত্রাপুর, ওয়ারি থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এ সময় পূজারি, পুরোহিত এবং পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে তিনি একাধিক মণ্ডপে অর্থ এবং শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।
ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন বলেন, তার বাবা এই এলাকা থেকে বার বার নির্বাচিত এমপি এবং মেয়র থাকাবস্থায় হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। তিনিও বাবার পথ অনুসরণ করে এলাকাবাসীর সুখ-দু:খে পাশে থাকার আশ্বাস দেন।
এ দিন সন্ধ্যা ৭টায় গোপীবাগের বাসা থেকে প্রথম ভোলানাথ মন্দিরে যান। এখান থেকে স্বামীবাগ লোকনাথ মন্দির, গৌড় মন্দির, দয়াগঞ্জ জেলেপাড়া, গেণ্ডারিয়ায় বর্মণপাড়া পূজামণ্ডপ, মিল ব্যারাক প্রতিধনি সঙ্ঘ দুর্গা মণ্ডপ, শ্রী লক্ষ্মীনারায়ণ সেবা সঙ্ঘ পূজামণ্ডপ, মদন মোহন জিউ বিগ্রহ মন্দিও, যমুনামাঈ আশ্রম কালিমাতা পূজামণ্ডপ, কালিঘাট শিব মন্দির, মালাকার টোলা সর্বজনীন পূজামণ্ডপ, বিহরীলাল জিউ মন্দিও, বানিয়ানগর শিবমন্দি, গৌতম মন্দি, যুঁতমদন গোপাল জিউ বিগ্রহ ঠাকুর মন্দির, হৃষিকেশ দাস রোডে কালি ও রাধাকৃষ্ণ জিউ বিগ্রহ মন্দিও, হেমেন্দ্র দাস লেনে মদন মোহন গৌর নিতাইদেব বিগ্রহ মন্দির বাংলাবাজার বোবা স্কুল পূজামণ্ডপ, নর্থব্রুক হল রোড পূজা মণ্ডপসহ রাত ১২টা পর্যন্ত প্রায় ৫০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তার সাথে ওয়ারি থানা বিএনপি সেক্রেটারি মোজাম্মেল হক মুক্তা, ডিএসসিসি ওয়ার্ড কাউন্সিলর মকবুল হোসেন টিপু, কাউন্সিলর আবদুল কাদেরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা