প্রত্যাবাসন চুক্তি বাস্তবায়নে মিয়ানমারকে আহ্বান জানাল জাতিসঙ্ঘ
মানবাধিকার পরিষদে প্রস্তাব গৃহীত- কূটনৈতিক প্রতিবেদক
- ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৯
বাংলাদেশের সাথে সই হওয়া দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে উত্তর রাখাইনে সহায়ক পরিবেশ সৃষ্টির মাধ্যমে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে পূর্ণ নিরাপত্তা ও সম্মানের সাথে প্রত্যাবাসনে উৎসাহিত করা জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসঙ্ঘ।
গতকাল জেনেভায় জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদের ৪২ তম অধিবেশনে নেয়া এক প্রস্তাবে এ আহ্বান জানানো হয়েছে। এতে মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করে শরণার্থীদের প্রয়োজনীয় মানবিক সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশের উদ্যোগে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সব সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা যৌথভাবে ‘রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক প্রস্তাবটি চূড়ান্ত করে। প্রস্তাবটি জাতিসঙ্ঘের মানবাধিকার পরিষদে উত্থাপিত হলে চীন এটির ওপর ভোট দাবি করে। নিবিড় ও সুদীর্ঘ আলোচনার পর এটি গতকাল ৩৭-২ ভোটে গৃহীত হয়। সাতটি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে।
গৃহীত প্রস্তাবে রোহিঙ্গাদের ওপর যৌন নিপীড়নসহ সব ধরনের নির্মম নির্যাতন, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ফৌজদারি বিচারব্যবস্থার আওতায় আনার জন্য তদন্ত প্রক্রিয়া জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। এতে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) চলমান প্রক্রিয়ার পাশাপাশি গাম্বিয়া ও বাংলাদেশের যৌথ নেতৃত্বে গঠিত ওআইসির এডহক মিনিস্টেরিয়াল কমিটির আন্তর্জাতিক আদালতে (আইসিজে) শরণাপন্ন হওয়ার উদ্যোগকে বিশ্ব পরিসরে উৎসাহিত করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা