২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
কৃষিমন্ত্রীর সাথে সাক্ষাৎ

খাদ্য প্রক্রিয়াজাত কারখানা করতে চায় চীনা প্রতিষ্ঠান

-

বাংলাদেশে খাদ্য প্রক্রিয়াজাত কারখানা করতে চায় চীনের বীজ রফতানিকারী প্রতিষ্ঠান হাইটেক সিড লিমিটেড।
গতকাল সোমবার সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাকের সাথে সাক্ষাৎ করে হাইটেক সিডের চেয়ারম্যান জিয়াং সানকুইও’এর নেতৃত্বে চীনা প্রতিনিধিদল এ প্রস্তাব দিয়েছে। এ সময় প্রতিনিধিদলে হাইটেক সিড লিমিটেডের ভাইস চেয়ারম্যান চু লিং ফ্যাং, ব্যবস্থাপনা পরিচালক ড. এস বি নাসিম, প্রতিষ্ঠানটির উপদেষ্টা ড. এম এ বারী উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, আমরা দানাদার খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের চাহিদার চেয়ে আলু টমেটো উদ্বৃত্ত থাকে। এ ক্ষেত্রে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করে রফতানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে মাথাপিছু আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে। আমাদের খাদ্য প্রক্রিয়াজাত ও রফতানিতে সহযোগিতা প্রয়োজন। কৃষিকে লাভজনক করতে সরকার এখন থেকে অপ্রচলিত মূল্যবান ফসলের আবাদ সম্পসারণ করতে চায়।
জিয়াং সানকুইও বলেন, হাইটেক সিড লিমিটেড চীনের সর্ববৃহৎ বীজ রফতানিকারক প্রতিষ্ঠান। আমাদের টি-আমনের ও সবজির উন্নত জাতের বীজ রয়েছে। বাংলাদেশে বীজের সম্পসারণের জন্য আমরা সহায়তা চাই। এ সময় তারা টি-আমনের নতুন সুগন্ধি জাতের ধানের ছড়া দেখান মন্ত্রীকে। বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে কাজ করতে চান হাইটেক। বাংলাদেশে খাদ্য প্রক্রিয়াজাত কারখানা স্থাপনের পরিকল্পার কথা জানান জিয়াং।
কৃষিমন্ত্রী বলেন, প্রচলিত কৃষি থেকে অপ্রচলিত লাভবান ফসলের আবাদে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। বাংলাদেশের আবহাওয়া ও মাটি ড্রাগন, রামবুটান, কফি, কাজুবাদাম, অ্যাবোকাডোসহ নানা অপ্রচলিত লাভবান ফসলের জন্য উপযোগী। কৃষিমন্ত্রী চীনা প্রতিনিধি দলকে বলেন, সরকার তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে। বাংলাদেশে তাদের প্রতিষ্ঠান স্থাপনের জন্য জমি ক্রয়ের পরামর্শ দেন। তিনি তাদের উন্নত জাতের বীজ সম্পসারণের জন্য বিএডিসিকে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন বলে জানান।


আরো সংবাদ



premium cement
রাশিয়া রাতে ‘রেকর্ড’ সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে : ইউক্রেন আতঙ্ক নয়, পুলিশ হবে জনগণের ভরসা : জিএমপি কমিশনার হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : উপদেষ্টা রাজশাহীতে সাবেক এমপি রায়হান গ্রেফতার পাবনায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু টেকনাফে বিজিবির অভিযানে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার চট্টগ্রামে আইনজীবী কুপিয়ে হত্যা করল চিন্ময়ের সমর্থকরা তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে ইসকন সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ বিপুল পরিমাণে বিদেশী মুদ্রাসহ শাহ আমানতে যাত্রী আটক রাখাইনে গণহত্যা ও চলমান সহিংসতার বিচারের দাবি রোহিঙ্গাদের

সকল