আইনজীবীদের ধন্যবাদ জানিয়েছেন ব্যারিস্টার মইনুল হোসেন
- নিজস্ব প্রতিবেদক
- ১০ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৫
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন তার জামিন বাতিলের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ ভ‚মিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, আমি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে আমার সহকর্মী নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই এ কারণে যে, প্রথমবারের মেত তারা আইন ও বিচারিক ন্যায্যতা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করেছেন আমার জামিন বাতিলের বিরুদ্ধে। তারা আমার জামিন বাতিল বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের জন্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছেন ।
আইনজীবীদের তীব্র প্রতিবাদের মুখে এক ম্যাজিস্ট্রেট আমার জামিন আবেদন মঞ্জুর করেন ।
বিবৃতিতে ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, আইন ও বিচার পদ্ধতিকে টিকিয়ে রাখার জন্য দলীয় বিবেচনার বাইরে গিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের ঐকব্যবদ্ধ ভ‚মিকা আমার জন্য পরম আনন্দের একটি ঘটনা।
সাংবাদিক মাসুদা ভাট্টির মানহানি মামলায় গত ৩ সেপ্টেম্বর ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন আবেদন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত। জামিনযোগ্য মামলায় জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশের প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমতিরি নেতৃবৃন্দ পরদিন তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন পালন করেন। তারা প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি প্রদান করেন এ বিষয়ে তদন্ত করে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য।
জামিন মঞ্জুরের পর গত রোববার ব্যারিস্টার মইনুল হোসেন কারাগার থেকে মুক্তি পান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা