০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নষ্ট করছে ছাত্রলীগ : ইশা ছাত্র আন্দোলন

-

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ ও সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুস্তাতিক বিল্লাহ বলেছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নষ্ট করছে ছাত্রলীগ। চট্টগ্রাম বিশ্ব বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার জন্য এখনই আওয়ামী লীগকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। ওই বিশ্ব বিদ্যালয়ে শাটল ট্রেনের বগিভিত্তিক ছাত্রলীগের দুই-গ্রæপ ‘বিজয়’ ও ‘চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি)’ গ্রæপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলাকালে দু’টি শাটল ট্রেনের ভ্যাকুয়াম হোসপাইপ কেটে দিয়ে লোকো মাস্টারকে আটকে রাখে তাদের একাংশের কর্মীরা। এতে শাটল ট্রেন যেমন বন্ধ আছে সেই সাথে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কাসও বন্ধ রয়েছে। একই সময় ক্যাম্পাসের পরিবহন পুলে থাকা শিক্ষক বাসের চাকাও ফুটো করে দেয় তারা। এই ঘটনার মাধ্যমে ছাত্রলীগ ক্যাম্পাসে শিক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
গতকাল এক বিবৃতিতে তারা আরো বলেন, ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড, হল দখল, নৈরাজ্য ও অপরাজনীতির নগ্ন মহড়া ছাত্রলীগের ইতিহাসে নতুন কিছু নয়। কিন্তু তাদের চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ও শিক্ষা, শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান থেকে সরিয়ে আনতে না পারলে আরো কতটা অশুভ কর্মকাণ্ড তাদের থেকে প্রকাশ পেতে পারে, তা নিয়ে সচেতন মহল শঙ্কিত।
তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ছাত্রলীগকে তাদের বিগত ইতিহাস-ঐতিহ্য ধরে রাখতে হলে এখনই সংযত হতে হবে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি ছাত্রলীগকে যথাযথ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহŸান জানাচ্ছি। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement