২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
আলোচনা সভায় বক্তারা

শ্রম অধিকার ঝুঁকি কমাতে সবাইকে এক সাথে কাজ করতে হবে

-

মানবিক ও শ্রম অধিকার ঝুঁকি কমাতে সরকার, ব্যবসায়ী, সুশীলসমাজের প্রতিনিধিসহ সব পক্ষকে একসাথে কাজ করা প্রয়োজন। আর এ জন্য দরকার নৈতিক নিযোগ ও সঠিক কর্মসংস্থানের উন্নতি।
হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘সরবরাহ প্রক্রিয়ায় শ্রমের নৈতিক ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক একটি অনুষ্ঠানে সরকার, ব্যবসায়ী সম্প্রদায়, সুশীলসমাজ ও উন্নয়ন অংশীদার বিশেষজ্ঞরা এমন কথা বলেন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএম ও ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশ গতকাল এই অনুষ্ঠানেরে আয়োজন করে। অনুষ্ঠানে ধারণাপত্রে বলা হয়, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ এবং বিবাহের কারণে বাংলাদেশের মানুষ গ্রাম থেকে শহরে যাচ্ছেন। এ ছাড়া প্রতি বছর অনেক মানুষ কর্মসংস্থানের জন্য দেশের বাইরে যাচ্ছেন। কেবল ২০১৮ সালেই সাত লাখ ৩০ হাজার মানুষ বিদেশে গেছেন। এ কারণে বাংলাদেশের অভ্যন্তরীণ ও দেশের বাইরের অভিবাসন জটিল ও উদাহারণ দেয়ার মত একটি বিষয়। তবে নৈতিক নিয়োগ বিষয়ে সচেতনতার অভাব, সঠিক নিয়ম-নীতির প্রয়োগ না থাকা ও ব্যবসা পরিচালনায় সক্ষমতার অভাবে শ্রমিকরা ঝুঁকিতে আছেন।
বিজিএমইএর সভাপতি রুবানা হক বলেন, শ্রম বিষয়টি খুবই সংবেদনশীল। আমরা আমাদের শ্রমিকদের জন্য সেরাটা করতে চাই। এ জন্য সব পক্ষের মধ্যে সমন্বয় প্রয়োজন।
এ ব্যাপারে আইওএম বাংলাদেশের সহকারী মিশন প্রধান ডিমাঞ্চ শ্যারন বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের ব্যবসার উল্লেখযোগ্য সুযোগ আছে। যেখানে নৈতিক নিয়োগসহ করপোরেট দায়বদ্ধতার বৈধকরণ ক্রমশ বাস্তবে পরিণত হচ্ছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুস সালেহীন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রেজাউল হক, চামড়াজাত পণ্য, জুতা প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির নির্বাহী পরিচালক কাজী রওশন আরা, আইএমও-এর লেবার মবিলিটি ও হিউম্যান ডেভেলপমেন্টের প্রধান মারিনা মানকিসহ সরকারি, বেসরকারি, ব্যবসায়ী প্রতিনিধি, উন্নয়ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু মৃত্যুঞ্জয়ী রিজভীকে শিকলে বাঁধা সম্ভব না : নজরুল ইসলাম খান সৌদি আরবে হৃদরোগে প্রবাসী বাংলাদেশির মৃত্যু চিরিরবন্দরে পানিতে ডুবে শিশুর মৃত্যু বড় শাস্তি পেলেন বিরাট কোহলি বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছে আ’লীগ : আলতাফ চৌধুরী বান্দরবানে ত্রিপুরা সম্প্রদায়ের ১৭ বসতঘরে আগুন : ডিসি-এসপির পরিদর্শন কলকাতায় তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় আবার প্রতিবাদ ডুমুরিয়ায় স্কুলছাত্রের মৃত্যু : প্রেমিকার ২ মামা আটক সিরিয়ায় বাশারের পতনে বিদ্রোহের আশঙ্কায় দিন গুনছে সিসি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ছাত্রশিবির কাজ করছে : জামায়াত আমির

সকল