২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

  চট্টগ্রামে হিজরিবর্ষ বরণে বক্তারা দেশীয় ভাবধারায় আদর্শিকভাবে উজ্জীবিত প্রজন্ম গড়ে তুলতে হবে

-

বিশ্বের নিপীড়িত মানবতার পাশে দাঁড়ানো, মুক্ত নগ্ন আকাশ সংস্কৃতি, পর্নোগ্রাফি ও সাইবার ক্রাইম ঠেকাতে জাতীয়ভাবে কঠোর আইন প্রণয়ন করা এবং দেশীয় ভাবধারায় পুষ্ট সুস্থ নির্মল সংস্কৃতিচর্চা প্রসারিত করে আদর্শিকভাবে উজ্জীবিত প্রজন্ম গড়ার ডাক দিয়ে হিজরি নববর্ষ ১৪৪১ কে বর্ণাঢ্য আয়োজনে বরণ করা হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম লালদীঘি মাঠে হিজরি নববর্ষ উদযাপন পরিষদ দশমবারের মতো হিজরি নববর্ষ বরণ অনুষ্ঠান আয়োজন করে।
হামদ, না’ত, গজল, কাউয়ালি, মরমি, মাইজভাণ্ডারীসহ বিভিন্ন সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে হিজরি নতুন বছরকে বরণ করে নেন বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। গান ও সঙ্গীত পরিবেশনের ফাঁকে চলে আলোচনা সভা।
এতে আলোচকেরা বলেছেন, দেশে দেশে আজ নিরীহ মানুষের ওপর বর্বরতা ও জঘন্য নির্মমতা চলছে। দুর্বলের ওপর সবলের নিপীড়ন-নিষ্পেশনে দেশে দেশে আজ মানবতার করুণ আর্তনাদ-আহাজারি শোনা যায়। অথচ জাতিসঙ্ঘসহ মোড়ল দেশগুলো নিরীহ মানুষকে জুলুমযজ্ঞ ও নিপীড়ন থেকে বাঁচাতে কোনো পদক্ষেই নিচ্ছে না। লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিপীড়ন ও হত্যাযজ্ঞ চালিয়ে দেশছাড়া করেছে বর্বর দেশ মিয়ানমার। তা সত্ত্বেও বিশ্ব বিবেক আজ নির্লিপ্ত-নির্বিকার।
মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্রে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ। মুখ্য আলোচক ছিলেন অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। বিশেষ অতিথি ছিলেন আল্লøামা এম এ মান্নান, ড. অধ্যাপক নূ ক ম আকবর হোসেন, স উ ম আব্দুস সামাদ, আল্লামা আবুল কাশেম নূরী, ড. মুহাম্মদ মাসুম চৌধুরী, অধ্যক্ষ মুহাম্মদ তৈয়্যব আলী, মাওলানা রেজাউল করিম তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী।
প্রধান অতিথি সুফী মিজানুর রহমান বলেন, হিজরি সন ও তারিখ মেনে আমরা প্রাত্যহিক জীবন-যাপন করি এবং ইসলামী আচার আনুষ্ঠানিকতা পালন করি। মুসলমানদের জীবনধারার সাথে মিশে আছে হিজরি সন। চট্টগ্রাম থেকে বড় আয়োজনে সূচিত হওয়া হিজরি নববর্ষ পালনের সংস্কৃতি একদিন সারা দেশে ছড়িয়ে পড়বে বলে আমি আশা করি।


আরো সংবাদ



premium cement
শেষরাতে হঠাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় হাসনাত আব্দুল্লাহ দামুড়হুদায় নব দম্পত্তির উপরে ছিনতাইকারীর হামলা, গহনা লুট মৌলিক চাহিদার অন্যতম আবাসন খাতে স্থবিরতা চরমে সিলেট সীমান্তে সোয়া কোটি টাকার পণ্য আটক বিজিবির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মধ্যরাতে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ‘২০০ ভরি’ স্বর্ণালঙ্কার ছিনতাই পাঠ্যবই মুদ্রণে সফল ৩৫ প্রতিষ্ঠানকে এনসিটিবির সংবর্ধনা অপারেশন ডেভিল হান্টে আরো ৫৮৫ জন গ্রেফতার সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ দেশের আকাশসীমায় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট : বিমান বাহিনী রমজানে কোনো নিত্য পণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা

সকল