১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

বঙ্গবন্ধুর আদর্শে আজকের শিশুরা গড়ে তুলবে আগামীর বাংলাদেশ বাংলাদেশ শিশু একাডেমি

-

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত ‘বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শে আজকের শিশুরা গড়ে তুলবে আগামীর বাংলাদেশ। শিশুদের মধ্যে সঠিক ইতিহাস চেতনা জাগাতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ফারুক হোসেন। অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এ উপলক্ষে আয়োজন করা হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার। আরো ছিল শিশু একাডেমি থেকে প্রকাশিত বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক ২৫টি সিরিজ গ্রন্থমালা প্রদর্শনী, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধুকে নিবেদিত ছড়াপাঠ, শিশু বক্তাদের অনুভূতি প্রকাশ। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement