ডেঙ্গু প্রতিরোধে ২য় পরিপত্র জারি শিক্ষা মন্ত্রণালয়ের
- নিজস্ব প্রতিবেদক
- ৩১ জুলাই ২০১৯, ০০:২৫
ডেঙ্গুর ভয়াবহতা প্রতিরোধে শিক্ষা মন্ত্রণালয় গত চার দিনের ব্যবধানে দ্বিতীয় পরিপত্র জারি করেছে। গত ২৫ জুলাই এবং গতকাল ৩০ জুলাই মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো: সোহরাব হোসাইন পরিপত্র দু’টিতে স্বাক্ষর করেন। গত ৩০ জুলাইয়ের পরিপত্রে মন্ত্রণালয়ের অধীন অধিদফতর, দফতর, সংস্থা এবং বিভাগীয়, আঞ্চলিক, জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ও নিজ নিজ বাসস্থানে সব ধরনের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। অর্থাৎ কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক করেই মূলত এ পরিপত্র জারি করা হয়েছে। সতর্কতা অবলম্বনসহ ৪ দফা নির্দেশনায় দেয়া হয়েছে। তাতে, অফিস ও নিজ নিজ বাসস্থানে যেন ডেঙ্গুর বিস্তার না ঘটে তার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে।
২৫ জুলাই জারি করা পরিপত্রে বলা হয়েছিল, ডেঙ্গুর বিস্তার রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা