২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সংসদে বাজেট সম্পর্কে চরম হতাশা প্রকাশ ওয়ার্কার্স পার্টির

-

সাধারণ মানুষের দাবি উপেক্ষা করে সংসদে গৃহীত বাজেট সম্পর্কে চরম হতাশা প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
গতকাল কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত পলিটব্যুরো সভায় এ হতাশা প্রকাশ করা হয়। এতে বলা হয়, মধ্যবিত্তের সঞ্চয়পত্রের ওপরে ১০ শতাংশ সুদ প্রত্যাহার, ভোজ্য তেল, চিনি, গৃহস্থলী দ্রব্যাদির ওপর ভ্যাট প্রত্যাহার করা এবং সর্বোপরি ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সংসদে প্রায় সব সদস্য দাবি জানালেও তা সামান্যতম বিবেচনা না করে বরং পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সুবিধাদানসহ প্রায় বাজেটের মূল প্রস্তাবনাই বহাল রাখা হয়েছে। পক্ষান্তরে বাজেট অনুমোদন হওয়ার পর পরই সব ক্ষেত্রেই গ্যাসের মূল্য প্রায় ৩২ শতাংশ বাড়ান হয়েছে। এ অবস্থায় বাজেট ও তদপরবর্তীতে গৃহীত ব্যবস্থায় মধ্যবিত্ত ও গরিব মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে, অন্য দিকে ঋণ খেলাপিসহ কালো টাকার মালিকেরা আরো বিত্তবান হবে। পলিটব্যুরোর সভায় রেগুলেটারি কমিশন কর্তৃক গ্যাসের মূল্য বৃদ্ধি করার ঘোষণাকে অবৈধ ও আইন বহির্ভূত বলে আখ্যায়িত করে সংসদে এ ব্যাপারে বিস্তারিত আলোচনার দাবি করা হয়। সভায় ইউনেস্কো কর্তৃক সুন্দরবনকে হেরিটেজ তালিকা থেকে বাদ দেয়ার সম্ভাবনায় উদ্বেগ প্রকাশ করে এ বিষয়েও সংসদে পূর্ণাঙ্গ আলোচনার দাবি করা হয়।
সভায় পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি রাজনৈতিক ও সাংগঠনিক আলোচনার সূত্রপাত করেন। উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ^াস, আনিসুর রহমান মল্লিক, নুরুল হাসান, মাহমুদুল হাসান মানিক, ড. সুশান্ত দাস, ইকবাল কবির জাহিদ, নুর আহমদ বকুল, কামরূল আহসান প্রমুখ।


আরো সংবাদ



premium cement
স্ত্রী-মেয়েসহ সোলায়মান জোয়ার্দারের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ নির্বাচনে জয়ী হওয়ার পেছনে মাস্কের নেপথ্য শক্তি হওয়াকে অস্বীকার ট্রাম্পের স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা ইসরাইলে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরাকি মিলিশিয়ারা সাভারে প্রশাসনের আশ্বাসে সাড়ে ৩ ঘণ্টা পর যান-চলাচল স্বাভাবিক নিয়োগে দুর্নীতি : লিয়াকত আলী লাকীসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন : সপু রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দোহারে পানিতে ডুবে শিশুর মৃত্যু নিখোঁজের ৮ দিন পর পুকুর থেকে বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার দেশে প্রথমবার পুরানো ল্যাপটপে ৫০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

সকল