১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অনেক দেশের চেয়েও বেশি গ্রিনহাউজ গ্যাস নির্গত করে পেন্টাগন

-

প্রতিরক্ষা কার্যক্রমের মাধ্যমে পৃথিবী নামক গ্রহটিকে আরো উষ্ণায়নে সুইডেন ও পর্তুগালের মতো শিল্পায়িত দেশগুলোর চেয়ে আরো বেশি গ্রিনহাউজ গ্যাস নির্গত করছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার এ কথা বলেছেন গবেষকেরা।
ব্যাপক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে ব্রাউন ইউনিভার্সিটির প্রস্তুত করা এই সংক্রান্ত জটিল গবেষণা প্রথম প্রকাশিত হয়। গবেষণাটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন কর্তৃক ২০১৫ সালে ৫৯ মিলিয়ন মেট্রিক টন কার্বন-ডাই অক্সাইড এবং অন্যান্য গ্রিনহাউজ গ্যাস নির্গত করার তথ্য প্রকাশিত হয়েছে।
কোনো কোনো বছরে অনেক ছোট দেশের চেয়েও বেশি গ্রিনহাউজ গ্যাস নির্গত করে পেন্টাগন। বোস্টন বিশ্ববিদ্যালয়ের লেখক ও রাষ্ট্রবিজ্ঞানী ক্রাউফোর্ড বলেন, যদি পেন্টাগন একটি দেশ হতো তাহলে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে এটি হতো বিশ্বের ৫৫তম বৃহত্তম দেশ। ক্রাউফোর্ড বলেন, ‘নিঃসরণ কমাতে এখানে অনেক সুযোগ রয়েছে।’ এই গবেষণার ব্যাপারে মন্তব্যের জন্য অনুরোধ জানালে তার জবাব দেয়নি পেন্টাগন।
ক্রাউফোর্ড বলেন, সেনা ও অস্ত্র পরিবহনে ব্যবহৃত জ্বালানির শতকরা প্রায় ৭০ ভাগের বেশি খরচ হয়, যার বেশির ভাগই যুদ্ধবিমানে এবং ডিজেল জ্বালানির কারণে ঘটে।
সুইডেনের বার্ষিক নিঃসরণের চেয়েও বেশি গ্রিনহাউজ গ্যাস নির্গত করে পেন্টাগন। অথচ আন্তর্জাতিক গবেষণা প্রকল্প অনুযায়ী কার্বন-ডাই অক্সাইড নিঃসরণে গ্লোবাল কার্বন অ্যাটলাস র্যাংকে ৬৫তম স্থানে আছে সুইডেন। ক্রাউফোর্ড বলেছেন, পেন্টাগনের নিঃসরণের পরিমাণ গ্লোবাল কার্বন অ্যাটলাস র্যাংকে ৫৭তম স্থানে থাকা পর্তুগালের চেয়ে বেশি ছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রের মতে, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের জন্য মূলত দায়ী কার্বন-ডাই অক্সাইড গ্যাস সবচেয়ে বেশি নির্গত করে চীন। জানুয়ারিতে কংগ্রেসের এক রিপোর্টে জলবায়ু পরিবর্তনকে ‘জাতীয় নিরাপত্তা ইস্যু’ বলে জানিয়েছে পেন্টাগন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রস্তুত হওয়ার জন্য একাধিক উদ্যোগ চালু করেছে।
এই শতাব্দীতে বিশ্বব্যাপী তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস (৫.৪-৯.০ ডিগ্রি ফারেনহাইট) বৃদ্ধি পেয়েছে। জাতিসঙ্ঘের বিশ্ব আবহাওয়া সংস্থা নভেম্বরে বলেছে, বিশ্বব্যাপী তাপমাত্রা লক্ষ্যমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়েও কমিয়ে আনার বৈশ্বিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বুধবার ন্যাচার ম্যাগাজিনে প্রকাশিত এক গবেষণায় জানা যায়, তাপমাত্র ৪ ডিগ্রি সেলসিয়াস হলে জলবায়ুর প্রভাব পাঁচগুণ বেশি বৃদ্ধি পাবে। ক্রাউফোর্ড বলেন, যানবাহন এবং ঘাঁটিগুলোতে এনার্জির উৎসগুলোকে আরো কার্যকর করার মাধ্যমে ২০০৯ সাল থেকে জ্বালানি খরচ উল্লেখযোগ্য হারে কমিয়েছে পেন্টাগন।


আরো সংবাদ



premium cement
চরফ্যাশনে বয়লার মেশিন বিস্ফোরণে নিহত ১, আহত ২ গলাচিপায় চুরির অভিযোগে মারধরের ৬ দিন পর প্রতিবন্ধীর মৃত্যু মঠবাড়িয়ায় ২১ বছরের পলাতক আসামি খাগড়াছড়ি থেকে গ্রেফতার সব কলেজে আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপ চালু করা হবে তুলসি গ্যাবার্ড যুক্তরাষ্ট্রের সবক’টি গোয়েন্দা সংস্থার প্রধান আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন শনিবার, উদ্বোধনী ভাষণ দেবেন ড. ইউনূস মাদানী নগর মাদরাসার দু’দিনব্যাপী ইসলাহী জোড় শুরু শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বাংলাদেশর এক ইঞ্চি মাটিও কাউকে দখল করতে দেয়া হবে না : শফিকুল ইসলাম মাসুদ বরগুনায় ইয়াবা ও অর্ধ লাখ টাকাসহ ২ মাদককারবারি আটক চাটমোহরে ভাসমান লাশ উদ্ধার

সকল