টঙ্গীতে ৫০ কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক কারবারি র্যাবের হাতে আটক
- টঙ্গী সংবাদদাতা
- ২৯ মে ২০১৯, ০০:২৩
টঙ্গীতে র্যাব-১ সদস্যরা ৫০ কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সদস্যকে হাতেনাতে আটক করেছে। আটক মাদক কারবারির নাম প্রদীপ লাল দাস (৪৩)। তার বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বড়াইল গ্রামে। তার বাবার নাম কানু লাল দাস।
র্যাব-১ এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ১টায় র্যাব-১ সদস্যরা টঙ্গী মরকুন টিঅ্যান্ডটি বাজার এলাকায় টঙ্গী-কালীগঞ্জ সড়কে অভিযান পরিচালনা করে গাঁজাবাহী একটি কভারভ্যান চালক প্রদীপ লাল দাস ও তার এক সহযোগীকে আটক করে। প্রদীপ লাল দাস পেশায় ড্রাইভার হলেও সে প্রায় দুই মাস আগে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানের চালক হিসেবে নিযুক্ত হয়। র্যাবের জিজ্ঞাসাবাদে প্রদীপ লাল দাস জানায়, উল্লিখিত গাঁজার চালানটি ভারত থেকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকার দুর্গম পাহাড়ি এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সে আরো জানায়, ইতঃপূর্বে সে ১৫ কেজি গাঁজার একটি চালান টঙ্গীতে নিরাপদে খালাস করে। র্যাব সদস্যরা আবু তাহের মিয়া (৩০) নামে তার এক সহযোগীকেও আটক করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা