২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অসুস্থ সানাউল্লাহর খোঁজ নিলেন শিমুল বিশ্বাস

-

বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে দেখতে গতকাল হাসপাতালে যান দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বর্তমানে সাভারের সিআরপি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সানাউল্লাহ মিয়া। গতকাল বৃহস্পতিবার সকালে শিমুল বিশ্বাস হাসপাতালে গিয়ে সানাউল্লাহ মিয়ার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন। এ সময় তার পরিবারের অন্য সদস্যদের সাথেও কুশলবিনিময় করেন শিমুল বিশ্বাস। জানা যায়, আগের চেয়ে সানাউল্লাহ মিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৫ ডিসেম্বর হঠাৎ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে সানাউল্লাহ মিয়া রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি হন। তার ডান হাত এবং পায়ে প্যারালাইজড দেখা দেয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাংককেও পাঠানো হয়। সানাউল্লাহ মিয়া দীর্ঘ দিন ধরে বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত আছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্যও তিনি।


আরো সংবাদ



premium cement