২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

পাইপ ড্রেন নির্মাণ শেষ হলে কালশী এলাকার জলাবদ্ধতা নিরসন হবে : আতিকুল ইসলাম

-

কালশী এলাকার জলাবদ্ধতা নিরসনকল্পে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে কালশী থেকে বাউনিয়া খাল পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে ১১৮৮ মিটার দীর্ঘ বাইপাস ড্রেন নির্মাণ করা হচ্ছে। গতকাল এ কাজের অগ্রগতি দেখতে কালশী যান মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি জানান, ইতোমধ্যে ড্রেন নির্মাণের প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পুরো কাজটি সম্পন্ন হবে। এই পাইপ ড্রেন নির্মাণ শেষ হলে কালশী এলাকার জলাবদ্ধতা নিরসন হবে বলে তিনি প্রত্যাশা করেন।
উল্লেখ্য, জনদুর্ভোগ লাঘবে ওয়াসার মালিকানাধীন সাংবাদিক খাল ও মুসলিম বাজার খাল ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের উদ্যোগে ইতোমধ্যে পরিষ্কার করা হয়েছে। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, ওয়ার্ড কাউন্সিলর মোবাশ্বের চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফ উদ্দিন ও নির্বাহী প্রকৌশলী এনামুল কবির উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement