রামপুরা ইউলুপে লরি উল্টে যানজট
- নিজস্ব প্রতিবেদক
- ১৫ মে ২০১৯, ০০:০৯
রাজধানীর রামপুরা ইউলুপের ওপর একটি লরি উল্টে গিয়ে রামপুরাসহ আশপাশের সড়কে চরম যানজটের সৃষ্টি হয়। সোমবার রাত ৩টায় লরিটি উল্টে গেলেও এগার ঘণ্টা পর গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে সেটি সরানো হয়।
প্রত্যক্ষদর্শী ও ট্রাফিক সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৩টার দিকে লরিটি উল্টে যায়। গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত সেটি সরানো হয়নি। পরে বেলা ২টার দিকে সেটি সরানো হলে আস্তে আস্তে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্র জানায়, লরিটির কারণে ইউলুপ দিয়ে প্রত্যেকটি গাড়ি স্বল্পগতিতে পার হতে হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে যানজটও বেড়ে যায়। ট্রাফিক পুলিশের সদস্যরা যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়। যানজট বনশ্রী রাস্তা হয়ে মেরাদিয়া ছাড়িয়ে ত্রিমোহনী পর্যন্ত ঠেকে। পরে বেলা ২টার দিকে ক্রেন এনে লরিটি সরানো হয় বলে জানা গেছে।
ডিএমপির ট্রাফিক পূর্ব বিভাগের রামপুরার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বিপ্লব ভৌমিক জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে লরিটি উল্টে যায়। যে কারণে সকাল থেকে যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি হয়ে যানজট তৈরি হয়েছে। বনশ্রীর সড়ক থেকে যারা ইউলুপ ব্যবহার করেন তারা নিচ দিয়ে ঘুরে রামপুরা সড়কে উঠছেন। যার কারণে বনশ্রী সড়কের পাশাপাশি রামপুরা-মালিবাগ সড়কেও যানবাহনের চাপ সৃষ্টি হয়। তিনি আরো বলেন, উল্টে যাওয়া লরিটি সরানোর মতো অবস্থা ট্রাফিকের নেই। ক্রেন দিয়ে লরিটি সরাতে হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা