২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বন্ড সুবিধার অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে এনবিআর : মোশাররফ

-

সরকারের দেয়া বন্ড সুবিধার অপব্যবহারকারীদের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি জানান, এ অপরাধে গত দেড় মাসে ঢাকায় ১৩টি এবং চট্টগ্রামে ২৯টি কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে। ঢাকায় স্থগিত করা হয়েছে আরো ১৭টি কোম্পানির লাইসেন্স। আসন্ন বাজেটের পরে অভিযান জোরদার করা হবে জানিয়ে তিনি বলেন, দায়ীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলবে, মানি লন্ডারিং আইনে দায়ের করা হবে ফৌজদারি মামলাও।
গতকাল রোববার আইএফসির সহাযোগিতায় অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত কর্মশালার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। সংগঠনের সহসভাপতি সৈয়দ শাহ নেওয়াজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পলিসি রিসার্স ইনিশিয়েটিভের (পিআরআই) চেয়ারম্যান ড. জায়িদী সাত্তার, বিশ্বব্যাংক গ্রুপের প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট নুসরাত নাহিদ বাবি, ইআরএফের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম প্রমুখ।
এনবিআর চেয়ারম্যান বলেন, বন্ডের অপব্যবহার রোধের পাশাপাশি সব রফতানি খাত যাতে এ সুবিধা পেতে পারে সে উদ্যোগও নেয়া হচ্ছে। বিশেষ করে লেদার, ক্যামিকেল ও কাগজ শিল্পখাত যাতে বন্ড সুবিধা নিয়ে এগিয়ে যেতে পারে সে জন্য নীতিমালা প্রণয়নের কাজ চলছে। তৈরী পোশাকের পাশাপাশি অন্য খাতগুলোও যাতে রফতানি সক্ষমতা বাড়াতে পারে এবং রফতানি পণ্যে এক আইটেমের ওপর নির্ভরশীলতা কমে সে জন্য এনবিআর কাজ করছে বলে জানান তিনি।
দুর্নীতি বর্তমান সমাজে মজ্জাগত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে এনবিআর চেয়ারম্যান বলেন, আমি চাইলেই এনবিআরের সবাইকে রাতারাতি ধুয়ে পরিচ্ছন্ন করে ফেলতে পারব না। তবে আমরা দুর্নীতি কমিয়ে আনার চেষ্টা করছি। সমাজকে দুর্নীতিমুক্ত করে সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সাংবাদিকেরা বড় ভূমিকা পালন করতে পারেন মন্তব্য করে সমাজের অসাধু চক্রের মুখোশ উন্মোচনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


আরো সংবাদ



premium cement
মণিপুরে আরো ১০ হাজার জওয়ান পাঠাচ্ছে ভারত সরকার এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি 'সহানুভূতিসম্পন্ন' সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯ ভাগ মানুষ সোনার দেশ- এটিই হবে ভবিষ্যতের বাংলাদেশ জুলাই বিপ্লবে আহত বাবুকে নেয়া হচ্ছে থাইল্যান্ড সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া! প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল

সকল