২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দৃষ্টি প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য সুযোগ-সুবিধা দেয়া রাষ্ট্রের দায়িত্ব : মেনন

-

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ একটি যুগোপযোগী আইন। সমাজের একটি বড় অংশ দৃষ্টি প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য সরকার কর্তৃক প্রদত্ত সুযোগ-সুবিধা কোনো সংবেদনশীলতা থেকে নয়, বরং এটি রাষ্ট্রের দায়িত্ব।
ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটির (ভিপস) পক্ষ থেকে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স কক্ষে, মারাকেশ ভিআইপি চুক্তি অনুসমর্থনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ক একটি কর্মশালায় তিনি এ কথা বলেন। এতে প্রধান অতিথির বক্তৃতায় রাশেদ খান মেনন আরো বলেন, এ সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কাজ করে যাচ্ছে তাই মারাকেশ চুক্তি অনুসমর্থনে ও সরকার পিছপা হবে না। এ সময় অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ও পেশাজীবী ব্যক্তি বই পড়ার ক্ষেত্রে তাদের সমস্যাগুলো বর্ণনা করেন। এতে বিশেষ অতিথি ছিলেন জাফর আর চৌধুরী, রেজিস্ট্রার অব কপিরাইট, কপিরাইট অফিস; ড. হোমিয়ার মোবেদজি, ডিজ্যাবিলিটি এক্সপার্ট, প্রোগ্রাম ম্যানেজমেন্ট (এশিয়া-আফ্রিকা), বেনটেক; ব্র্যাড টার্নার, ভাইস প্রেসিডেন্ট, গ্লোবাল এডুকেশন অ্যান্ড লিটারেসি, বেনটেক; নাজররানা ইয়াসমীন, সমন্বয়কারী, মানুষের জন্য ফাউন্ডেশন। অনুষ্ঠান নাজরানা ইয়াসমীনের শুভেচ্ছা বক্তৃতায় বলেন, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মারাকেশ ভিআইপি চুক্তি অনুসমর্থনেরঅনেক গুরুত্ব রয়েছে।


আরো সংবাদ



premium cement