২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

‘বাংলাদেশের সর্বস্তরের মানুষ শেরেবাংলার কাছে ঋণী’

-

শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের ৫৭তম মৃত্যুবার্ষিকীতে বরিশাল বিভাগ সমিতি গতকাল সকাল ৮টায় শেরেবাংলার মাজার প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করেছিল।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগ সমিতির সভাপতি ইতিহাসবিদ সিরাজ উদ্দীন আহমেদ।
প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন : ঢাকা বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান।
প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও বরিশাল বিভাগ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আবু জাফর মোহাম্মদ সালেহ।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন : বরিশাল বিভাগ সমিতির সাধারণ সম্পাদক এম এ জলিল, সহসভাপতি ও সাবেক যুগ্ম সচিব আবুল হোসেন, সহসভাপতি ও বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান, আওয়ামী লীগ নেতা এম এ করিম, আ স ম মোস্তফা কামাল, মেহাম্মদ আলী, সমিতির যুগ্ম সম্পাদক নুরে আলম, অ্যাডভোকেট হাবিবুর রহমান, আওয়ামী বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক রাশেদ হাওলাদার, জাসদ নেতা হুমায়ুন কবির, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, এনডিপির মহাসচিব মো: মঞ্জুর হোসেন ঈসা লাভলী বেগম প্রমুখ।
অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শেরেবাংলা বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন। আর এই ঢাকা বিশ^বিদ্যালয় বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি আদায় করেছে এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্ররাই বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালিদের ঐক্যবদ্ধ করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে।
অধ্যাপক আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, শেরেবাংলা ঋণ সালিসি আইন করে গরিব কৃষকদের মুক্তি দিয়েছেন।
সিরাজ উদ্দীন আহমেদ বলেন, শেরেবাংলা ছিল একমাত্র নেতা। যিনি বাঙালিদের একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন।


আরো সংবাদ



premium cement
দেশে আর কোনো অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না : হাবিব উন নবী এফডিসির এমডিকে অপসারণে আলটিমেটাম রিজওয়ান-শাকিলকে হারিয়ে বিপদে পাকিস্তান  দামুড়হুদায় গর্তে ডুবে ৯ মাসের শিশুর মৃত্যু প্রতারণার মামলায় খালাস পেলেন অনন্ত জলিল বগুড়ায় বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ রাঙ্গামাটিতে ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ মতবিনিময় সভা কুষ্টিয়ার পদ্মা চরের শীর্ষ সন্ত্রাসী সাঈদ ঢাকা থেকে গ্রেফতার গাজীপুরে গার্মেন্টসের ৭৬ শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে মহাসড়ক অবরোধ পুলিশ তল্পিবাহক হয়ে কাজ করবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের দুটি ডেটলাইন নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন : সিইসি

সকল