১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘বাংলাদেশের সর্বস্তরের মানুষ শেরেবাংলার কাছে ঋণী’

-

শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের ৫৭তম মৃত্যুবার্ষিকীতে বরিশাল বিভাগ সমিতি গতকাল সকাল ৮টায় শেরেবাংলার মাজার প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করেছিল।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগ সমিতির সভাপতি ইতিহাসবিদ সিরাজ উদ্দীন আহমেদ।
প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন : ঢাকা বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান।
প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও বরিশাল বিভাগ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আবু জাফর মোহাম্মদ সালেহ।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন : বরিশাল বিভাগ সমিতির সাধারণ সম্পাদক এম এ জলিল, সহসভাপতি ও সাবেক যুগ্ম সচিব আবুল হোসেন, সহসভাপতি ও বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান, আওয়ামী লীগ নেতা এম এ করিম, আ স ম মোস্তফা কামাল, মেহাম্মদ আলী, সমিতির যুগ্ম সম্পাদক নুরে আলম, অ্যাডভোকেট হাবিবুর রহমান, আওয়ামী বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক রাশেদ হাওলাদার, জাসদ নেতা হুমায়ুন কবির, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, এনডিপির মহাসচিব মো: মঞ্জুর হোসেন ঈসা লাভলী বেগম প্রমুখ।
অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শেরেবাংলা বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন। আর এই ঢাকা বিশ^বিদ্যালয় বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি আদায় করেছে এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্ররাই বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালিদের ঐক্যবদ্ধ করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে।
অধ্যাপক আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, শেরেবাংলা ঋণ সালিসি আইন করে গরিব কৃষকদের মুক্তি দিয়েছেন।
সিরাজ উদ্দীন আহমেদ বলেন, শেরেবাংলা ছিল একমাত্র নেতা। যিনি বাঙালিদের একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন।


আরো সংবাদ



premium cement
মারাত্মক সঙ্কটে আয়ারল্যান্ডের অর্থনীতি সৈয়দপুরে ঘন কুয়াশায় ২ ঘণ্টা বিমান ওঠানামা বিলম্ব প্রতিটি সমস্যারই সমাধান আছে, যদি ধৈর্য-সাহস-অধ্যবসায় থাকে : ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের ১০০ দিন : প্রতিশ্রুতি পূরণে অগ্রগতি কতটুকু? ট্রাম্প নির্বাচনে জয়ের পর যে ৫টি বিষয় ঘটেছে হোসেনপুরে নাব্যতা সঙ্কটে ব্রহ্মপুত্র নদের বুকে ফসলের আবাদ ঢাবি ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ, অভিযোগে তদন্ত কমিটি নামছে তাপমাত্রার পারদ, কুয়াশার চাদরে ঢাকা উত্তরাঞ্চল রাঙামাটিতে আন্দোলনের সর্বশেষ শহীদ আব্দুল্লাহর গায়েবানা জানাজা অনুষ্ঠিত লেবাননের যুদ্ধবিরতিতে সমর্থনের সিদ্ধান্ত ইরানের সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম আর নেই

সকল