২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`
ঢাবির হাজী মুহম্মদ মুহসীন হল

নি¤œমানের খাবার পরিবেশনের প্রতিবাদে ক্যান্টিনে তালা

-

নি¤œমানের খাবার পরিবেশনের প্রতিবাদে ঢাকা বিশ^বিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের ক্যান্টিনে তালা লাগিয়েছেন হলের আবাসিক শিক্ষার্থীরা। এ সময় মানসম্মত খাবারের দাবিতে বিক্ষোভ করেন তারা। গতকাল দুপুরে এই ঘটনা ঘটে।
হলের আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে হলের ক্যান্টিনে মানসম্মত খাবার পরিবেশন করা হচ্ছে না। এ নিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে হলো প্রাধ্যক্ষকে বারবার অভিযোগও করা হয়। কিন্তু কোনো কার্যকরী ব্যবস্থা নেয়া হয়নি।
এর আগে ক্যান্টিনের খাবার খেয়ে হলের এক শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। শুক্রবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শিক্ষার্থীরা হলের মাঠে বিক্ষোভ করে। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থী হলের ক্যান্টিনে তালা ঝুলিয়ে দেয়। পরে হল প্রশাসনের পক্ষ থেকে এক সপ্তাহের মধ্যে নতুন টেন্ডার দিয়ে ক্যান্টিনের মালিকানা পরিবর্তনের আশ^াস দিলে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে। তারা হলো প্রশাসন আশ^াস বাস্তবায়ন করলেই এক সপ্তাহ পরে ক্যান্টিন খোলা রাখার বিষয়ে সম্মত হন।
এ বিষয়ে মুহসীন হল সংসদের ভিপি শহীদুল হক শিশির বলেন, হলে দীর্ঘ দিন ধরে নি¤œমানের খাবার পরিবেশন করা হচ্ছে। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ক্যান্টিনে তালা লাগিয়ে বিক্ষোভ করেন। পরে মালিকানা পরিবর্তনের আশ^াসে তারা আন্দোলন স্থগিত করেন।
এ বিষয়ে হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. মো: আবুল কালাম আজাদ বলেন, ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে ক্যান্টিন মালিক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী রোববার টেন্ডার হবে। এর মাধ্যমে খাবারের মান পরিবর্তন হবে বলেও তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। সার্বিক বিষয়ে হলের প্রাধ্যক্ষ নিজামুল হক ভূঁইয়া বলেন, তারা বিষয়টি অবহিত হয়েছেন এবং কার্যকর ব্যবস্থা নেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement