২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভাসানটেকের বাসায় আগুন : স্বামী স্ত্রীসহ দগ্ধ ৩

-

বৈদ্যুতিক গোলযোগ থেকে রাজধানীর মিরপুরের পূর্ব-ভাসানটেকের একটি বাসায় অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। এতে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন : হান্নান (৩৫), তার স্ত্রী আছিয়া বেগম (২৮) ও আছিয়ার ভাই উজ্জ্বল (৩০)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে মিরপুর থেকে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
অগ্নিদগ্ধদের উদ্ধার করে হাসপাতালে আনা প্রতিবেশী শামসুল আলম জানান, রাতে বৈদ্যুতিক সুইচ ‘অন’ করার সাথে সাথে আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ হান্নান ও আছিয়া গার্মেন্টকর্মী। আছিয়ার ভাই উজ্জ্বল পেশায় অটোচালক।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিক্যালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: বাচ্চু মিয়া বলেন, হান্নানের শরীরের ২৭ শতাংশ, আছিয়ার ৪ শতাংশ ও উজ্জ্বলের ৩২ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার বাড়ি রাজশাহীন জেলার বাগমারা থানার দেওপাড়া গ্রামে।


আরো সংবাদ



premium cement