২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনের বিকল্প নেই : মওদুদ

-

খালেদা জিয়ার মুক্তি আদালত কিংবা আইনজীবীদের হাতে নেই মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এখন আন্দোলনের কোনো বিকল্প নেই। গতকাল বিকেলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, বেগম খালেদা জিয়ার জামিনের জন্য আমাদের আইনজীবীরা অনেক চেষ্টা করেছেন। আমি বলব, তারা যতটুকু করা দরকার সবকিছু করেছেন। কিন্তু এটা আইনজীবীদের হাতে নয়, এমনকি আদালতের হাতেও নয়। সরকার যদি রাজনৈতিক হস্তপে বন্ধ করে তা হলে আগামী ৭ দিনের মধ্যে বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে আমাদের সামনে আসতে পারেন। সুতরাং এটা সরকারের ইচ্ছার ওপর নির্ভর করছে।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, বেগম খালেদা জিয়া আইনের মাধ্যমে কতটুকু মুক্তি পাবেন আমি বুঝতে পারি না। আমরা অ্যাডভোকেট বেআইনি কাজও করতে পারি না। বেআইনি হবে না আবার আইনের লঙ্ঘনও হবে এর মাঝামাঝি একটা পথ যদি বের করে জোরালোভাবে আমরা ফাইট করতে পারি তা হলেই বেগম জিয়ার মুক্তি হবে বলে আমার ধারণা।
অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, এখানে আইনজীবীর বক্তব্য আমি শুনেছি। জামিনের ব্যাপারে কোর্ট-কাচারি কুগিত করে রেখেছে। আইনি লড়াই করে এই সরকারের অধীনে কিছু করতে পারবেন বলে আমার মনে হয় না। যদি তাই হতো তাহলে পাকিস্তানে নওয়াজ শরিফ ও তার কন্যা তো জেলে ছিলেন না। এসে আত্মসমর্পণ করেছেন পাঁচ দিনের মাথায় জামিন হয়ে গেছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় শীর্ষক এই আলোচনা সভা হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও ফ্রন্টের আহবায়ক অ্যাডভোকেট জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় সিনিয়র আইনজীবী আমিনুল হক, মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আলহাজ গিয়াসউদ্দিন, জগলুল হায়দার আফ্রিক, মাসুদ আহমেদ তালুকদার, গোলাম মোস্তফা খান, আজাদ মাহবুব, শাহ আহমেদ বাদল, বদরুদ্দোজা বাদল, অলিউর রহমান খান, খোরশেদ মিয়া আলম, রফিকুল ইসলাম মেহেদী, এস এম কামালউদ্দিন ওমর ফারুক ফারুকী, রুহুল কুদ্দস কাজল, মনির হোসেন, সাইফুর রহমান, মাজেদুল্ ইসলাম পাটোয়ারী উজ্জ্বল প্রমুখ বক্তব্য রাখেন।


আরো সংবাদ



premium cement
ডাবরের পরিবেশনায় বঙ্গ নিয়ে এলো গেম শো ফ্যামিলি ফিউড দারুল উলূম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা কমরউদ্দিনের ইন্তেকাল নতুন মামলায় সালমান-ইনু-আনিসুলসহ গ্রেফতার ৮ নিরাপত্তা ঝুঁকি বেড়েছে ২ পারের রোহিঙ্গাদের জাবালিয়ায় ইসরাইলি সেনা কর্মকর্তাকে গুলি হামাসের বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের বড় হুমকি রাশিয়া : মেলোনি মুক্তিযোদ্ধার মানহানির ঘটনায় প্রধান উপদেষ্টা কার্যালয়ের নিন্দা গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর ও তার স্ত্রী-কন্যার বিরুদ্ধে মামলা

সকল