একাদশ সংসদের এমপিদের ফ্যাট বরাদ্দে উপকমিটি
বহিরাগতদের বের করে দেয়াসহ নিরাপত্তা জোরদারের সুপারিশ- সংসদ প্রতিবেদক
- ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০
একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের অনুক‚লে মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ার সংসদ সদস্য ভবনের ফ্যাট এবং শেরেবাংলা নগরের এমপি হোস্টেলে অফিস ক বরাদ্দ প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে চিফ হুইপ নূর ই আলম চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের উপকমিটি গঠন করা হয়েছে। উপকমিটির অন্য সদস্যরা হলেন হুইপ ইকবালুর রহিম এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি ও ফজলে হোসেন বাদশা এমপি। এ উপকমিটিকে দ্রæততম সময়ের মধ্যে সরেজমিনে ফ্যাট ও অফিস পরিদর্শন করে একটি রিপোর্ট উপস্থাপনের সুপারিশ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠকে এ উপকমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এ বি তাজুল ইসলাম এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, ফজলে হোসেন বাদশা এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি, হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, নূর মোহাম্মদ এমপি, মনজুর হোসেন এমপি, আশেক উল্লাহ এমপি এবং বিশেষ আমন্ত্রণে হুইপ সামশুল হক চৌধুরী এমপি ও হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি অংশগ্রহণ করেন। বৈঠকে বাংলাদেশ সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ দিকে এই সংসদ কমিটির বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল একাদশ জাতীয় সংসদের সংসদীয় কমিটি। সংসদ কমিটি সংসদ সদস্যদের আবাসন, অফিস বরাদ্দ ও অন্যান্য সুযোগ-সুবিধা-অসুবিধার বিষয়টি নিয়ে কাজ করে থাকে। এর আগে গত ৩০ জানুয়ারি একাদশ সংসদের যাত্রা শুরু করার পর ৪ ফেব্রæয়ারি চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীকে সভাপতি করে এ সংসদ্য কমিটি গঠন করা হয়। এরপর সংসদ কমিটি ছাড়াও তিন দফায় ১৭টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে।
বৈঠক সূত্র জানায়, মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ার সংসদ সদস্য ভবনের ফ্যাট এবং শেরেবাংলা নগরের এমপি হোস্টেলে সাবেক এমপি-মন্ত্রীদের আত্মীয়স্বজন দোহাই দিয়ে এখনো বহু বহিরাগত অবস্থান ও ব্যবহার করে চলেছে। নতুন করে বরাদ্দ প্রদানের স্বার্থে যারা এবারে এসব বরাদ্দ পাওয়ায় যোগ্য নন তাদের ফ্যাট ছেড়ে দিতে বলা হয়েছে। এমনকি এমপি হোস্টেলে বা নাখালপাড়া ফ্যাটে আগে বহু অনৈতিক কর্মকাণ্ডের ঘটনার রিপোর্টও বহু পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, যাতে কোনো বহিরাগত বৈধ অনুমতি ছাড়া এসব ভবন এলাকায় প্রবেশ করতে না পারে বা অবস্থান না করতে পারে সে জন্য নিরাপত্তা জোরদার করা এবং কোনো এমপি যাতে নিজে ব্যবহার না করে অন্য কাউকে ফ্যাট ভাড়া দিতে না পারেন বা সাবলেট না দেন সে বিষয়ে সতর্ক থাকার বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে সাব কমিটিকে দ্রততম সময় সব বিষয়ে রিপোর্ট দেয়ার কথা বলা হয়েছে।
কমিটি সংসদ সদস্যদের সার্বিক নিরাপত্তা বৃদ্ধিসহ প্রতিটি ভবনে কোজ সার্কিট ক্যামেরা স্থাপন, ইন্টারকম ও টেলিফোন সংযোগ স্থাপন, সংসদ সদস্য ব্যতীত ফ্যাটে অন্য কারো অবস্থান নিষিদ্ধকরণ, সংসদ সদস্যদের ফ্যাট ও অফিসে দর্শণার্থী সংখ্যা নির্দিষ্টকরণ, রাত ১১টার পর সদস্য ভবনে অবস্থান নিষিদ্ধকরণ, সংসদ লবিতে নাশতা বা খাবার পরিবেশন সীমিত করে শুধু চা-কফি পরিবেশন, ক্যাফেটেরিয়ার খাদ্যমান ও সার্বিক পরিবেশ উন্নত করার সুপারিশ করেছে।
কমিটি একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের অনুক‚লে মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ার সংসদ সদস্য ভবনের ফ্যাট এবং শেরেবাংলা নগরের সদস্য ভবনে অফিস ক বরাদ্দ, নিরাপত্তা জোরদার ও গণপূর্ত বিভাগের কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।